ঢাকার (Bangladesh) উত্তরা এলাকায় সোমবার দুপুরে মর্মান্তিক এক দুর্ঘটনায় কেঁপে উঠল গোটা বাংলাদেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর ভেঙে পড়ল বাংলাদেশ (Bangladesh) বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন ১৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং বিমানের পাইলট (Bangladesh)। গুরুতর আহত অবস্থায় অন্তত ২০ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর ১টার কিছু পর ক্লাস শেষ হতেই কিছু শিক্ষার্থী স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু আরও অনেকে তখনো স্কুল ভবনের (Bangladesh) ভেতরেই ছিলেন। ঠিক সেই সময়েই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ১২ মিনিটের প্রশিক্ষণ ফ্লাইটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সোজা স্কুলের দোতলা ভবনের সামনে গিয়ে বিধ্বস্ত হয়।
বিস্ফোরণের শব্দে ছুটে আসেন স্থানীয়রা (Bangladesh)। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, চারদিকে ধোঁয়ার কুন্ডলী। শুরু হয় উদ্ধার অভিযান। আহতদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তের চাহিদা মেটাতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ও পুলিশ বাহিনীর পাশাপাশি দুটি প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল চিনে তৈরি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান।
দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারে চলছে হাহাকার। পুরো জাতি আজ স্তব্ধ এই ভয়াবহ বিপর্যয়ের সামনে।