জামিনে মুক্তি পেয়েছিলেন মাত্র ক’দিন আগে (Bangladesh)। এবার নতুন এক মামলায় ফের গ্রেফতার হলেন বাংলাদেশের (Bangladesh)হিন্দু সন্ন্যাসী ও ‘সম্মিলিত সনাতনী জাগরণ জোট’-এর মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস । চট্টগ্রামের (Bangladesh)আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি নির্দেশ জারি করেছে চট্টগ্রামের একটি নিম্ন আদালত।
সোমবার পুলিশের আবেদনের ভিত্তিতে শুনানি শেষে আদালত চিন্ময় দাসকে এই মামলায় গ্রেফতারের নির্দেশ দেয়। এর ফলে দীর্ঘদিন পর জামিন পেলেও তাঁর মুক্তির আশায় ফের ভাটা পড়ল। অন্যদিকে, বাংলাদেশের হাইকোর্ট যে তাঁকে জামিন দিয়েছিল, সেই আদেশ স্থগিত করতে সুপ্রিম কোর্টে একটি আবেদনও করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০২৩ সালের ২৬ নভেম্বর গ্রেফতার হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। চলতি বছরের ৩০ এপ্রিল সেই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তবে, জামিনের দিনই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলার মাঝে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এবং আহত হন অন্তত ২০ জন। এই ঘটনার জেরে নতুন করে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই পরিপ্রেক্ষিতে উঠেছে একাধিক প্রশ্ন—যে মামলাটি আগেই ছিল, তাতে এতদিন পর কেন নতুন করে গ্রেফতার দেখানো হল চিন্ময় দাসকে? জামিন পাওয়ার ঠিক পরেই প্রশাসনের এমন সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। প্রশাসনের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি।