Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • Balochistan: বালোচিস্তানের মাঙ্গোচর বিদ্রোহীদের দখলে! দেশের মধ্যেই কোনঠাসা পাকিস্তান সেনাবাহিনী
বিদেশ

Balochistan: বালোচিস্তানের মাঙ্গোচর বিদ্রোহীদের দখলে! দেশের মধ্যেই কোনঠাসা পাকিস্তান সেনাবাহিনী

Email :6

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে (Balochistan) ফের অশান্তির আগুন। এবার গোটা একটি শহর, মাঙ্গোচর, দখল করে নিয়েছে বালোচ লিবারেশন আর্মি (BLA)। শনিবার শহরের কেন্দ্রীয় পাক সেনা ঘাঁটিতে অতর্কিতে হামলা চালায় এই সংগঠন (Balochistan)। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই মুহূর্তে শহরের (Balochistan) গুরুত্বপূর্ণ অংশগুলোর নিয়ন্ত্রণ রয়েছে বালোচ লিবারেশন আর্মির হাতে।

শুধু সেনা ছাউনি নয়, শহরের আদালত, একটি ব্যাংক এবং অন্যান্য সরকারি ভবনও তারা দখল করে নেয়। করাচি-কোয়েটা হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে BLA-র সদস্যদের। বিশেষজ্ঞদের মতে, এই ‘ডেথ স্কোয়াড’ ক্যাডাররাই বর্তমানে মাঙ্গোচরের নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মুখোশধারী, সশস্ত্র কিছু ব্যক্তি কোয়েটা-করাচি মহাসড়ক বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা সাধারণ মানুষ ও যাত্রীবাহী যান থামিয়ে তল্লাশি চালিয়েছে। মাঙ্গোচরের বাজার এলাকায় প্রবেশ করে তারা বেশ কয়েকটি সরকারি দফতরে আগুন লাগিয়ে দেয়।

পাকিস্তান সরকার এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সূত্রের খবর, শহরের নিয়ন্ত্রণ ফিরে পেতে পাক সেনা বড়সড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বালোচ আর্মির সদস্যরা মহাসড়কে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে। ওই ভিডিও পোস্ট করে একজন নাগরিক লেখেন, “এটি মাঙ্গোচর শহর, যেখানে বালোচ মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনা ছাউনিতে হামলা চালিয়ে শহরের গুরুত্বপূর্ণ ভবন, আদালত ও ব্যাংক দখল করেছে। পাক সেনার কাছ থেকে অস্ত্রও বাজেয়াপ্ত করেছে।”

এর আগে, একাধিকবার পাক সেনা ও বিএলএ-র সংঘর্ষে নিহত হয়েছেন বহু সেনা। সম্প্রতি একটি আইইডি বিস্ফোরণে প্রাণ হারান ১০ জন পাক সেনা।

উল্লেখ্য, এর আগেও বালোচিস্তানে অশান্তির জন্য ভারতকে দায়ী করেছিল পাকিস্তান। পুলওয়ামা হামলার পর থেকে ভারত-পাক সম্পর্ক ক্রমেই অবনতির দিকে। এই পরিস্থিতিতে পাক সেনার দৃষ্টি যখন এলওসি ও ভারতের সীমান্তে, সেই সুযোগেই ভিতরে বড়সড় আঘাত হেনেছে বালোচ লিবারেশন আর্মি – এমনটাই মত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts