পাকিস্তানে নৃশংসভাবে খুন করা হল লস্কর-ই-তৈবার কুখ্যাত জঙ্গি (Terrorists) আবু কাতাল সিন্ধিকে। শনিবার তাঁর দেহ উদ্ধার হয়। দীর্ঘদিন ধরে সন্ত্রাসের ছায়ায় কাজ করা এই জঙ্গি জম্মু-কাশ্মীরের একাধিক ভয়াবহ হামলার মূল পরিকল্পনাকারী ছিল (Terrorists)। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী, লস্কর নেতা হাফিজ সইদের ভাইপো ছিল কাতাল (Terrorists)।
সূত্রের খবর, শনিবার পাকিস্তানের ঝিলাম প্রদেশের দিনা এলাকায় অজ্ঞাতপরিচয় এক বন্দুকবাজ তাঁর উপরে হামলা চালিয়ে হত্যা করে। কাতাল তখন গাড়িতে ছিলেন, আচমকাই তাঁর উপর হামলা হয়। তবে এখনও পর্যন্ত এই হত্যার দায় কেউ স্বীকার করেনি।
ভারতের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল আবু কাতাল। ২০২৩ সালে রাজৌরিতে সাতজন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া জঙ্গি হামলার মাস্টারমাইন্ড ছিল সে। এছাড়াও, জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলায় শিব খোরি মন্দির থেকে ফেরার পথে পুণ্যার্থী বোঝাই বাসে হামলার নির্দেশও তিনিই দিয়েছিল।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) আবু কাতাল, সাজিত জুট ও কোয়াশিম নামক তিন পাকিস্তানি হ্যান্ডলারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছিল। চার্জশিট অনুযায়ী, পাকিস্তান থেকে লস্কর-ই-তৈবার জঙ্গিদের নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে ভারতে পাঠানোর কাজে সক্রিয় ভূমিকা নিয়েছিল এই তিনজন। তাদের মূল লক্ষ্য ছিল জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও সংখ্যালঘু সাধারণ নাগরিকদের উপর হামলা চালানো।
পাকিস্তান দীর্ঘদিন ধরে লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনগুলোর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করেছে। তবে এবার সেই ‘নিরাপদ আশ্রয়েই’ পরিণতি হল মোস্ট ওয়ান্টেড এই জঙ্গির।