পশ্চিম আফ্রিকার মালি দেশে ভয়াবহ জঙ্গি হামলায় অপহৃত তিন ভারতীয় নাগরিক। আতঙ্ক ছড়াল মালির ডায়মন্ড সিমেন্ট কারখানায় কাজ করতে যাওয়া ওই তিন ভারতীয়র পরিবারে (Al-Qaeda)। অপহরণকাণ্ড ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে নয়াদিল্লির সাউথ ব্লকেও। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে সরাসরি তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক (Al-Qaeda)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। সেদিন মালির একাধিক জায়গায় একযোগে হামলা চালায় আল-কায়দা (Al-Qaeda) ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন। এই হামলার অন্যতম নিশানা ছিল ডায়মন্ড সিমেন্ট কারখানা, যেখানে কাজ করছিলেন তিনজন ভারতীয় নাগরিক। হঠাৎই জঙ্গিদের গুলি-গালায় থমকে যায় কাজ। অতর্কিতে কারখানায় ঢুকে তিন ভারতীয়কে তুলে নিয়ে যায় তারা। এরপর থেকেই ওই তিনজনের কোনও খোঁজ পাওয়া যায়নি (Al-Qaeda)।
ভারত সরকারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ঘটনার পরপরই মালির সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। অপহৃত তিন ভারতীয়কে উদ্ধারের জন্য কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি, তাঁদের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।
এই হামলার দায় স্বীকার করেছে জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন, যারা আল-কায়দার ছায়া সংগঠন হিসেবে পরিচিত। শুধুমাত্র সিমেন্ট কারখানা নয়, একই দিনে মালির একাধিক সেনা ছাউনিতেও আক্রমণ চালানো হয় (Al-Qaeda)। মালির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এই হামলা প্রতিহত করতে তারা পাল্টা গুলি চালায় এবং ৮০ জনের বেশি জঙ্গিকে নিকেশ করেছে।
ঘটনার পর থেকে গোটা নয়াদিল্লি কার্যত তৎপর। অপহৃতদের নিরাপদে ফেরাতে সরকারের তরফে সর্বোচ্চ কূটনৈতিক স্তরে প্রচেষ্টা চলছে। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, বিদেশে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে।