Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ‘আমরা জিতব!’—হার্ভার্ড বনাম ট্রাম্প, রায় শোনার আগেই যুদ্ধ ঘোষণা করলেন প্রেসিডেন্ট!
বিদেশ

‘আমরা জিতব!’—হার্ভার্ড বনাম ট্রাম্প, রায় শোনার আগেই যুদ্ধ ঘোষণা করলেন প্রেসিডেন্ট!

donald trump a
Email :5

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সোমবার, Truth Social-এ এক বিস্ফোরক পোস্টে তিনি সরাসরি আক্রমণ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলার দায়িত্বপ্রাপ্ত এক ফেডারেল বিচারককে। ওবামা আমলে নিযুক্ত ওই বিচারককে আখ্যা দিলেন “TOTALLY DISASTER”—মানে সম্পূর্ণ বিপর্যয়। রায় শোনার আগেই তাঁর পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রেসিডেন্ট (Donald Trump) ।

ট্রাম্পের (Donald Trump) এই তীব্র আক্রমণের পেছনে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তাঁর প্রশাসনের পুরনো ক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ—ওরা ‘অতি উদারপন্থী’, ‘ইহুদিবিদ্বেষী’, এমনকি ‘খ্রিস্টান ও আমেরিকা-বিরোধী’। হার্ভার্ডের বিরুদ্ধে একাধিক মামলার দায়িত্ব ওই বিচারকের হাতে কেন—তা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। বলছেন, “এই ট্রাম্প-বিদ্বেষী (Donald Trump) বিচারক কীভাবে এত গুরুত্বপূর্ণ কেস পাচ্ছেন?”

এই মন্তব্যের পেছনে রয়েছে একটি ২.৬ বিলিয়ন ডলারের মামলার পটভূমি। হার্ভার্ড দাবি করছে, ট্রাম্প (Donald Trump) প্রশাসন বেআইনিভাবে তাদের বরাদ্দকৃত ওই বিপুল অর্থ কেটে নিয়েছে। সোমবার সেই মামলার শুনানিতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়। আর তার আগেই ট্রাম্প হুমকি দেন—হার্ভার্ডকে ফেডারেল ফান্ডিং আর দেওয়া হবে না, কারণ ওরা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ক্ষতি করে চলেছে।

তিনি সরাসরি বলেন, “হার্ভার্ডের ব্যাংকে বসে রয়েছে ৫২ বিলিয়ন ডলার। করদাতাদের টাকা ওরা হাতিয়ে নিচ্ছে বছরের পর বছর। আর সেটা আর চলবে না। ট্রাম্প প্রশাসন এই অবিচার বরদাস্ত করবে না।”

ট্রাম্প আরও লিখেছেন, “আমরা জানি ও বিচারক আমাদের বিরুদ্ধে রায় দেবেন। সেই মুহূর্তেই আমরা আপিল করব এবং জিতব। আমেরিকার জনগণের পক্ষেই লড়াই চালিয়ে যাব।”

হার্ভার্ড এখন শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, ট্রাম্পের ভাষায় “র‍্যাডিকাল লেফটের দুর্গ”। তাই ফেডারেল ফান্ডিং ব্যবহার করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কাঠামোগত পরিবর্তন আনতেই এই কৌশল, এমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts