আফগানিস্তানে (Afganistan) ফের ভয়াল ভূমিকম্প। রবিবার রাতের বিধ্বংসী কম্পনের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ফের কেঁপে উঠল দেশ। নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারদিকে (Afganistan)।
মঙ্গলবার দুপুরে রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্প হয় কুনার প্রদেশে (Afganistan)। এখানেই রবিবারের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে এদিনের ভূমিকম্পে (Afganistan) এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। কুনারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর মুখপাত্র এহসানউল্লাহ এহসান জানিয়েছেন, “যে এলাকায় রবিবারে ভয়াবহ ক্ষতি হয়েছিল, আজ আবার সেখানেই ভূমিকম্প হয়েছে। তবে আপাতত ক্ষয়ক্ষতির খবর নেই।”
এর আগে রবিবার রাতের ভূমিকম্পের (Afganistan) মাত্রা ছিল ৬.০। কেন্দ্রস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার দূরে। কুনার প্রদেশে একাই ১৪০০ জনের বেশি প্রাণ হারান। আহত হয়েছেন ৩১০০–র বেশি মানুষ। ৫৪০০–রও বেশি বাড়ি ভেঙে গিয়েছে। পাশাপাশি নানগরহর প্রদেশেও কয়েকজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক।
ভূমিকম্পে গৃহহারা মানুষ এখনও ধ্বংসস্তূপে বসে শোক সামলাতে পারছেন না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। আফগান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরত বলেছেন, “এখনও অনেক ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছনো যাচ্ছে না। সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না।” তবে তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
স্থানীয় যুবক ওবাইদুল্লাই স্টোমন জানান, নিজের বন্ধুকে খুঁজতে তিনি গিয়েছিলেন ওয়াদিরের একটি গ্রামে। কিন্তু সেখানে কেবল ধ্বংসস্তূপ দেখেছেন। চোখে দেখা সেই দৃশ্য তিনি বর্ণনা করে বলেন, “বন্ধুকে খুঁজে পাইনি। কিন্তু যেটা দেখেছি সেটা হৃদয়বিদারক—চারিদিকে শুধু ভাঙা ঘর আর লাশ।”
মাত্র ৪৮ ঘণ্টা আগে ১৪০০ মানুষের প্রাণ কেড়ে নেওয়া ভূমিকম্পের দুঃখ ভুলতে না ভুলতেই ফের কম্পন কাঁপিয়ে দিল আফগানিস্তানকে। ফলে আতঙ্ক এখন আরও দ্বিগুণ।