বালোচ (Balochistan) আমেরিকান কংগ্রেসের সেক্রেটারি জেনারেল রজ্জাক বালোচ সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকারে জানিয়েছেন, “পাকিস্তানি সেনাবাহিনী বালোচিস্তানের ৮০ শতাংশ এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছে।”
কানাডাভিত্তিক TAG TV-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি (Balochistan) বলেন, “রাতে কোয়েটার বাইরে বেরোতে সাহস পায় না পাকিস্তানি বাহিনী। এমনকি বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত সেনারা গা ঢাকা দিয়ে থাকে নিরাপত্তাহীনতার কারণে।” তিনি আরও দাবি করেন, “এই পরিস্থিতি শুধু বালোচদের (Balochistan) কথাই নয়, নির্বাচিত পাক প্রতিনিধিরাও স্বীকার করেছেন।” রজ্জাক বালোচ বলেন, “পাক সেনা যদি সম্মানের সঙ্গে সরে না দাঁড়ায়, তাহলে তাদের জন্যও বাংলাদেশ পুনরাবৃত্তির অবস্থা তৈরি হবে, যেখানে কেবল বুট পড়ে থাকেছিল মাটিতে।”
তিনি ভারত এবং আমেরিকার মতো আন্তর্জাতিক শক্তিগুলিকে বালোচ (Balochistan) সংগ্রামের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “ভারত যদি আমাদের সমর্থন করে, তবে আমাদের দরজা খোলা। দেরি করলে এই বর্বর পাকিস্তানি বাহিনী আরও শক্তিশালী হবে, যা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে নষ্ট করবে।”
এর আগেই বালোচ নেতা মীর ইয়ার বালোচ ঘোষণা করেছেন, “বালোচিস্তান কখনই পাকিস্তানের অংশ ছিল না। ১১ আগস্ট ১৯৪৭-এ আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম।” তিনি জোর দিয়ে বলেন, “আমরা পাকিস্তানি নই,আমরা বালোচিস্তানি।”
এক্স হ্যান্ডেলে তিনি অনুরোধ করেন, “ভারতীয়রা যেন বালোচদের পাকিস্তানের নিজস্ব নাগরিক বলে উল্লেখ না করে। পাকিস্তানের ‘নিজস্ব’ মানুষ হলো পাঞ্জাবিরা, যারা কখনও বায়ু হামলা, গুম কিংবা গণহত্যার শিকার হয়নি।” তিনি ভারতের কাছে দাবি জানিয়েছেন বালোচিস্তানের সার্বভৌমত্ব স্বীকার করে নতুন দিল্লিতে দূতাবাস খুলে দেওয়ার, পাশাপাশি জাতিসংঘকে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর অনুরোধ জানান।