হংকং ও সিঙ্গাপুরে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা (Covid-19)। হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রোটেকশনের কমিউনিকেবল ডিজিজ শাখার প্রধান অ্যালবার্ট আও জানিয়েছেন, শহরে করোনা (Covid-19) সংক্রমণের মাত্রা “অত্যন্ত উচ্চ” পর্যায়ে পৌঁছেছে।
গত এক বছরে এই প্রথমবার, রেসপিরেটরি স্যাম্পলগুলির পজিটিভ হার সর্বোচ্চ হয়েছে (Covid-19) । শুধুমাত্র ৩ মে শেষ হওয়া সপ্তাহেই হংকংয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের—যা এক বছরের মধ্যে সর্বাধিক। বাড়ছে গুরুতর রোগীর সংখ্যা ও হাসপাতালে ভর্তির সংখ্যা। নমুনাতেও ভাইরাসের উপস্থিতি ধরা পড়ছে ব্যাপক হারে।
অন্যদিকে, সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ৩ মে শেষ হওয়া সপ্তাহে সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আনুমানিক ১৪,২০০ জনে— যা আগের সপ্তাহের তুলনায় ২৮ শতাংশ বেশি। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও এক সপ্তাহে ৩০ শতাংশ বেড়েছে।
যদিও এই বৃদ্ধির পিছনে ভাইরাসের নতুন কোনও ভয়ানক রূপ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বরং দীর্ঘ সময় ধরে টিকা না নেওয়া বা প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াই মূল কারণ হতে পারে।
সতর্ক হোন! এই উপসর্গগুলো দেখলেই পরীক্ষা করান:
গলা ব্যথা: অনেক সময় এটি প্রথম লক্ষণ হিসেবে দেখা দেয়।
নাক বন্ধ বা সর্দি: সাধারণ ঠান্ডার মতো হলেও উপেক্ষা করবেন না।
চরম ক্লান্তি: অল্প কাজেও অতিরিক্ত ক্লান্তি অনুভব করা।
হালকা কাশি (শুষ্ক বা সাধারণ): আগের মতো তীব্র না হলেও নিয়মিত হয়ে থাকে।
মাথাব্যথা: অনেকেই টেনশন জাতীয় মাথাব্যথার অভিযোগ করছেন।
শরীরে ব্যথা বা অস্বস্তি: বিশেষ করে পিঠ, হাত ও পায়ের দিকে ব্যথা।
হালকা জ্বর বা শীত লাগা: অনেক সময় উচ্চ জ্বর না হলেও, শরীর অস্বাভাবিক ঠান্ডা লাগে।
সচেতন থাকুন, প্রয়োজনে টেস্ট করান, মাস্ক ব্যবহার করুন ও জনবহুল জায়গা এড়িয়ে চলুন।
বিশ্বজুড়ে স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। সময় থাকতে সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ।