Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • রাতের ট্রেনে ভয়াবহ অভিজ্ঞতা! মাদক খাইয়ে ফোন চুরি, ইউটিউবার কানিকা দেবরানির কাহিনি শুনে শিউরে উঠছেন নেটিজেনরা
দেশ

রাতের ট্রেনে ভয়াবহ অভিজ্ঞতা! মাদক খাইয়ে ফোন চুরি, ইউটিউবার কানিকা দেবরানির কাহিনি শুনে শিউরে উঠছেন নেটিজেনরা

youtuber
Email :23

ব্রহ্মপুত্র মেল ট্রেনে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হলেন ইউটিউবার (Youtuber) কানিকা দেবরানি। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার সময় তিনি এবং তাঁর সহযাত্রীরা মাদক খাইয়ে লুটের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি (Youtuber)। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে কানিকা বলেন, ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন এবং তাঁর মোবাইল ফোন চার্জে দেওয়া ছিল। এরপরেই তিনি টের (Youtuber) পান ফোন চুরি হয়ে গেছে।

তিনি আরও জানান, দিল্লি থেকে গুয়াহাটি যাওয়ার পথে ফার্স্ট ক্লাস টিকিট না পাওয়ায় তিনি (Youtuber)২এসি কামরায় যাত্রা করছিলেন। ট্রেন নিউ জলপাইগুড়িতে দাঁড়ানোর সময়, এক অজানা ব্যক্তি কামরায় প্রবেশ করে যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলতে থাকেন। তাঁর অভিযোগ, “উক্ত ব্যক্তি আমার উপরের বার্থে থাকা সহযাত্রীর সঙ্গে কথাও বলেন। এরপর সে আমার কাছে এসে সম্ভবত কিছু স্প্রে করে, যার ফলে আমি কিছু বুঝতে পারিনি।”

ঘটনার পর যখন চুরির খবর ছড়িয়ে পড়ে, তখন কানিকা জানতে পারেন তাঁর মোবাইল ছাড়াও আরও এক যাত্রীর ফোন একইভাবে চুরি হয়েছে। বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন চোর তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করে এবং ফোনের পাসওয়ার্ড জানতে চায়, নিজেকে আরপিএফ অফিসার পরিচয় দিয়ে।

ভিডিওতে কানিকা (Youtuber) বলেন, “রেল কর্তৃপক্ষ কীভাবে একজন টিকিটবিহীন ব্যক্তিকে এসি কামরায় ঢুকতে দিল? একজন অপরিচিত লোক এভাবে কামরায় ঢুকে যাত্রীদের মাদক দিয়ে ফোন চুরি করে চলে গেল! এটা কতটা নিরাপদ যাত্রা?”

তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ‘Travel safe’ ক্যাপশন দিয়ে ভিডিওটি আপলোড করতেই তা ভাইরাল হয়ে যায়। বহু মানুষ IRCTC এবং পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করে তদন্তের দাবি জানিয়েছেন। অনেকে রেল নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার দিকে আঙুল তুলেছেন। ভিডিওর মন্তব্যে কানিকা জানান, “আমি এখন নিরাপদে আছি এবং এই বিষয়ে টুইটও করেছি। আপনাদের চিন্তার জন্য ধন্যবাদ।”

যদিও এখনও পর্যন্ত ভারতীয় রেলের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ভিডিওটি সামনে আসার পর, রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনুপ্রবেশ, নিরাপত্তা গাফিলতি ও রেল পুলিশের প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts