Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! ছাদে লুকিয়ে, শূন্যে গুলি চালিয়ে পালাতে চেয়েছিল যুবক! শেষমেশ ধরা পড়ল
দেশ

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! ছাদে লুকিয়ে, শূন্যে গুলি চালিয়ে পালাতে চেয়েছিল যুবক! শেষমেশ ধরা পড়ল

yogi adityanath
Email :2

উত্তরপ্রদেশে সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠার পর মথুরা থানা পুলিশ দ্রুত তদন্তে নামে। পুলিশ তথ্যের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে তৎপর হয় (Yogi Adityanath)।

পুলিশের দাবি, অভিযুক্ত সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে যেখানে সে যোগীকে (Yogi Adityanath)খুনের হুমকি দেয়। ভিডিওতে তার হাতে একটি বন্দুকও দেখা যায়। তদন্ত শুরু হতেই পুলিশ তার ঠিকানা শনাক্ত করে। অভিযুক্তকে গ্রেপ্তারের সময় সে ছাদে উঠে পালানোর চেষ্টা করে। এমনকি পুলিশকে ভয় দেখাতে শূন্যে গুলিও চালিয়েছে বলে অভিযোগ।

মথুরার পুলিশ সুপার (গ্রামীণ) সুরেশ চন্দ্র রাওয়াত জানিয়েছেন, “যুবককে ধরতে আমাদের তিন থেকে চার ঘণ্টা লেগেছে। সে ছাদ থেকে নিচে নামতে চাইছিল না। শেষমেশ কয়েকজন পুলিশ আধিকারিক সিঁড়ি ব্যবহার করে বারান্দার পেছনের দিক দিয়ে ছাদে গিয়ে তাকে ধরেন।”

গ্রেপ্তারের পর অভিযুক্ত জেরায় নিজের দোষ স্বীকার করেছে। পুলিশ জানাচ্ছে, রাগ থেকেই সে এমন হুমকি দিয়েছিল। তবে কীভাবে তার কাছে বন্দুক এল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts