Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • পাঠানকোটের বেসরকারি হাসপাতাল থেকে মধ্যরাতে তুলে নিয়ে গেল নিরাপত্তাবাহিনী—কারাগারে সার্জন রইজ আহমেদ!
দেশ

পাঠানকোটের বেসরকারি হাসপাতাল থেকে মধ্যরাতে তুলে নিয়ে গেল নিরাপত্তাবাহিনী—কারাগারে সার্জন রইজ আহমেদ!

arrested
Email :12

দিল্লির লালকেল্লা চত্বরে ভয়াবহ বিস্ফোরণের পর তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চমকে দেওয়ার মতো তথ্য (White Collar Module)। এবার গ্রেপ্তার হলেন আরও এক চিকিৎসক। রবিবার গভীর রাতে পাঞ্জাবের পাঠানকোটে এক বেসরকারি হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হল ৪৫ বছর বয়সি সার্জন রইজ আহমেদ ভাটকে। দীর্ঘদিন ধরেই তিনি সেখানে কাজ করছিলেন। তার আগে চার বছর তিনি ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন—যে বিশ্ববিদ্যালয়ের নাম ইতিমধ্যেই তদন্তকারীদের নজরে (White Collar Module)।

জানা গেছে, আল-ফালহে কর্মরত থাকার সময় রইজের নিয়মিত যোগাযোগ ছিল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ফেলোর সঙ্গে (White Collar Module)। সেই তালিকায় ছিল দিল্লি বিস্ফোরণের মূল অভিযুক্ত উমরও। ফলে তাঁর গ্রেপ্তারির পর সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। স্থানীয় পুলিশ অবশ্য জানিয়েছে, তাঁরা এই গ্রেপ্তারি বিষয়ে কোনও তথ্য জানেন না (White Collar Module)। কোন সংস্থা তাঁকে গ্রেপ্তার করেছে, তাও স্পষ্ট নয়। শুধু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রাতের অন্ধকারে নিরাপত্তাবাহিনীর একাধিক আধিকারিক এসে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে যান।

মামুন ক্যান্ট এলাকায় অবস্থিত পাঠানকোট মেডিক্যাল কলেজের ম্যানেজার স্বুর্ণ সালারিয়া জানিয়েছেন, রইজ গত তিন বছর ধরে তাঁদের হাসপাতালে সার্জন হিসেবে কাজ করছিলেন (White Collar Module)। তাঁর যোগ্যতার তালিকায় ছিল এমবিবিএস, এমএস, এফএমজি এবং সার্জারির অধ্যাপনা। এতদিন যাকে নিছক একজন দক্ষ চিকিৎসক বলে মনে করা হয়েছে, তাঁর গ্রেপ্তারি এখন তদন্তে বড় মোড় এনে দিতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।

গত মঙ্গলবার দিল্লির লালকেল্লা চত্বরে ভয়ংকর বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৩ জন (White Collar Module)। সেই ঘটনার পর থেকেই সারা দেশে ধরপাকড় শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শ্রীনগর-সহ বিভিন্ন জায়গা থেকে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাতেও শুক্রবার ধরা পড়েছে এক সন্দেহভাজন। তদন্ত যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে—দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এক ভয়ংকর ‘হোয়াইট কলার টেরর নেটওয়ার্ক’-এর হদিশ মিলছে ধাপে ধাপে। আর রইজ ভাটের গ্রেপ্তার সেই জালকে আরও বড় করে তুলল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts