পশ্চিমবঙ্গের (West Bengal) মাটির নিচে যেন ধরা পড়েছে এক বিশাল গুপ্তধনের খোঁজ। রাজ্যের কপালে যেন সত্যিই লটারি লেগে গেল! কারণ, সম্প্রতি উত্তর ২৪ পরগণার কাঁকপুল এবং নদিয়ার রানাঘাটে মিলেছে বিরাট জ্বালানি ভাণ্ডারের সন্ধান। কেন্দ্রীয় সরকারের তরফেই সংসদে জানানো হয়েছে এই বিস্ময়কর আবিষ্কারের কথা, যার আর্থিক মূল্য প্রায় ৪১ হাজার ৭০ কোটি টাকা (West Bengal) !
এই দুটি নতুন তেল ও গ্যাস ব্লক থেকে আনুমানিক ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন তেলের সমতুল্য শক্তি মিলবে বলে মনে করা হচ্ছে (West Bengal) । ব্লকগুলির মধ্যে অন্তর্ভুক্ত WB-ONN-2005/4 নাম্বার ব্লকটি রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি-র অধীনে। এমন ঐতিহাসিক সন্ধানের কথা প্রকাশ্যে এসেছে গত ২১ জুলাই রাজ্যসভায়। রাজ্যের জ্বালানি সম্পদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাংসদ তথা বিজেপির রাজ্য (West Bengal) সভাপতি শমীক ভট্টাচার্য। তারই জবাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয় সংসদে।
এই বিপুল পরিমাণ শক্তির ভাণ্ডার শুধুমাত্র রাজ্যের (West Bengal) আর্থিক শক্তিকে তীব্র গতি দেবে না, একইসঙ্গে দেশের জ্বালানি নির্ভরতা ও শক্তির জোগানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়নের দিকেও এটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে ।
রাজনীতিক মহল থেকে শুরু করে শিল্প মহল পর্যন্ত এখন তাকিয়ে রয়েছে এই গুপ্তধনের উপর । কেন্দ্রের দেওয়া এই তথ্য সামনে আসতেই রাজ্যবাসীর মধ্যে জেগেছে আশার আলো। অর্থনীতির জগতে পশ্চিমবঙ্গের এই সন্ধান হয়ে উঠতে পারে এক যুগান্তকারী মোড়।