Shopping cart

TnewsTnews
  • Home
  • ভাইরাল
  • “আমি তো চলে যাচ্ছি…”—ইমেলে এমন লাইন দেখে CEO-র হার্ট বিট বন্ধ! কিন্তু যা ঘটল, তা একেবারে ভাইরাল!
দেশ

“আমি তো চলে যাচ্ছি…”—ইমেলে এমন লাইন দেখে CEO-র হার্ট বিট বন্ধ! কিন্তু যা ঘটল, তা একেবারে ভাইরাল!

viral news
Email :13

“আমি তো চলে যাচ্ছি…”—এই একটি লাইনেই দমবন্ধ পরিস্থিতি তৈরি হল গুরগাঁওয়ের এক সংস্থায় (Viral News)। এমন লাইন কোনও কর্মীর ইমেলে দেখলে সাধারণত মনে হয় তিনি হয়তো চাকরি ছেড়ে দিচ্ছেন (Viral News)। আর তাই হয়েছিল Talk & Target সংস্থার সিইও সোম্যা গর্গের ক্ষেত্রেও। ইমেল পড়েই তাঁর হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তবে শেষে যা জানা গেল, তা যেন এক মিষ্টি ঠাট্টা—যা এখন ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় (Viral News)।

ঘটনাটি শেয়ার করেছেন খোদ সংস্থার সিইও সোম্যা গর্গ নিজেই। তিনি লিঙ্কডইনে লেখেন, তাঁর সিনিয়র কপিরাইটার কৃতিকা সিং একদিন অফিসে একটি মেল পাঠান (Viral News)। বিষয় (subject line) ছিল—“Main to jaa rahi hoon (আমি তো চলে যাচ্ছি)।” এমন সাবজেক্ট লাইনে যেকোনও কোম্পানির সিইও-র মাথায় বাজ পড়ার জোগাড়! তিনিও ভেবেছিলেন, কৃতিকা হয়তো পদত্যাগ করছেন (Viral News)।

কিন্তু মেল খুলে যা দেখলেন, তা একেবারেই আলাদা। কৃতিকা কোনও চাকরি ছাড়ছেন না—তিনি শুধু একদিনের ছুটি চাইছেন পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য! মেলটি শেষ হয়েছিল এই কথায়—“Thanks cutiees. Bye.”

এই মন ছুঁয়ে যাওয়া সরল অথচ মজাদার ছুটির আবেদন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে (Viral News) । অনেকেই মন্তব্য করেছেন, এই ইমেল যেন একঘেয়ে অফিস জীবনের মধ্যে তাজা হাওয়ার ঝলক। কেউ এটিকে বলেছেন “আইকনিক”, তো কেউ বলেছেন “সবচেয়ে রিলেটেবল ছুটির ইমেল”।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মজা করে লিখেছেন, “আমার অফিসে এমন কিছু লিখলে সঙ্গে সঙ্গে টার্মিনেশন লেটার আসবে!” অন্য একজন যোগ করেছেন, “এই টুইস্টটা অসাধারণ! এটা নিঃসন্দেহে সবথেকে হেলদি অফিস কালচারের নিদর্শন।”

যেখানে অধিকাংশ অফিসে এখনও খটমটে কর্পোরেট ভাষার ছড়াছড়ি, সেখানে এমন এক ইমেল নিঃসন্দেহে কর্মক্ষেত্রের মানবিক ও বন্ধুত্বপূর্ণ দিকটিকেই সামনে আনছে। এই ঘটনা আবারও প্রমাণ করল, ইমেলের ভাষাও মনের মতো হলে সম্পর্ক আরও মজবুত হয়।

 

 

 

 

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts