দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন মুখ বাছাই এখন সময়ের অপেক্ষা মাত্র। উপরাষ্ট্রপতি (Vice President) পদে জগদীপ ধনখড়ের আকস্মিক ইস্তফার পর এবার দ্রুত নির্বাচন চায় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, উপরাষ্ট্রপতি (Vice President) নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা খুব শীঘ্রই করা হবে। এর আগে যারা ভোটাধিকার প্রয়োগ করবেন, অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের তালিকা তৈরি হয়ে গেছে। নির্বাচন কমিশনের মতে, প্রস্তুতির প্রায় সমস্ত কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ।
উল্লেখ্য, গত সপ্তাহেই জগদীপ ধনখড় আচমকা পদত্যাগ (Vice President) করেন। কর্মব্যস্ত দিনের শেষে রাষ্ট্রপতি ভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। কারণ হিসেবে দেখানো হয় ‘স্বাস্থ্য সমস্যা’। তবে রাজনৈতিক মহলে এই কারণ ঘিরে শুরু হয় বিতর্ক। বিরোধীদের একাংশ সরাসরি প্রশ্ন তোলেন— সত্যিই কি শুধু স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ (Vice President) , নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক হিসেব? যদিও সেই তর্ক-বিতর্কে না গিয়ে নির্বাচন কমিশন একমাত্র ফোকাস রেখেছে সংবিধান অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার ওপর।
ভারতীয় সংবিধানের ৬৮ (২) অনুচ্ছেদ অনুযায়ী, উপরাষ্ট্রপতি পদ খালি হলে, যত তাড়াতাড়ি সম্ভব সেই পদ পূরণের জন্য নির্বাচন করতে হবে। আর এই পদে অস্থায়ী কাউকে নিয়োগের বিধান নেই। তাই এবার যে ব্যক্তি নির্বাচিত হবেন, তিনি পূর্ণ মেয়াদ, অর্থাৎ পাঁচ বছরের জন্য এই গুরুদায়িত্ব পালন করবেন।
সবমিলিয়ে, দেশের রাজনীতিতে ফের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনার ঠিক মুখে দাঁড়িয়ে রয়েছে ভারত। নির্বাচন কমিশনের শেষ প্রস্তুতি সম্পূর্ণ, এখন শুধু নির্ঘণ্ট ঘোষণার পালা