Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বিয়ের ৯ দিনের মাথায় প্রেমিকের সঙ্গে পালাল নববধূ! স্বামী বললেন, “ভালোই হল, রাজা রঘুবংশী হতে হল না!”
দেশ

বিয়ের ৯ দিনের মাথায় প্রেমিকের সঙ্গে পালাল নববধূ! স্বামী বললেন, “ভালোই হল, রাজা রঘুবংশী হতে হল না!”

up husband
Email :32

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বদায়ুঁ জেলায় ঘটে গেল এক আজব বিয়ের কাহিনি। বিয়ের ক’দিনের মধ্যেই নববধূ নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন। কিন্তু এই ঘটনায় চমক লাগানো বিষয় হল, স্বামী কোনও অভিযোগ না করে স্ত্রীকে নিজের ইচ্ছামতো চলে যেতে দিলেন। বর বলেন, “ভালোই হল, আমি আরেকটা ‘রাজা রঘুবংশী’ হওয়ার হাত থেকে বেঁচে গেলাম!”

এই কাহিনির (Uttar Pradesh) প্রধান চরিত্র খুশবু ও সুনীল। দুজনের বিয়ে হয় ১৭ মে, আর বিয়ের পরদিনই খুশবু চলে যান শ্বশুরবাড়িতে। তিনি সেখানে নয়দিন থাকেন, তারপর নিয়ম মতো নিজের বাপের বাড়ি ফেরেন। কিন্তু এরপর ঘটে চমকপ্রদ ঘটনা। সেখান থেকেই খুশবু নিজের পুরনো প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। স্ত্রী নিখোঁজ হওয়ার পর সুনীল থানায় গিয়ে (Uttar Pradesh) অভিযোগ দায়ের করেন। পুলিশের তৎপরতায় শুরু হয় খোঁজ। কিন্তু সোমবার খুশবু নিজেই থানায় এসে জানিয়ে দেন, তিনি স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন এবং এখন তাঁর সঙ্গেই থাকতে চান।

meghalaya
সোনাম ও রাজা

এই কথা শোনার পরেও সুনীল কোনও (Uttar Pradesh) রাগ বা প্রতিশোধ না নিয়ে খুশবুর সিদ্ধান্ত মেনে নেন। তিনি বলেন, “ওর সঙ্গে আমি হানিমুনে নৈনিতাল যাওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু যেহেতু ও তার প্রেমিককে বেছে নিয়েছে, আমি খুশি। আমার জীবনটা অন্তত নষ্ট হল না। এখন আমরা তিনজনেই খুশি — ও, ওর প্রেমিক আর আমি।” এরপর থানায় দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে amicable সমঝোতা হয়। বিয়ের সময় খুশবুকে দেওয়া গয়নাগাটি ও উপহারসামগ্রী ফেরত দিয়ে দেওয়া হয়, এবং কেউই কোনও আইনি পদক্ষেপ নেয়নি।

স্টেশন হাউস অফিসার হরেন্দ্র সিং জানান, “মেয়েটি নিজের ইচ্ছায় স্বামীর সঙ্গে থাকতে অস্বীকার করে। উভয় পরিবারের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে বিয়েতে দেওয়া জিনিসপত্র ফিরিয়ে নেওয়া হয়। সমস্ত কিছুর লিখিত নথিভুক্তি করা হয়েছে। এরপর মেয়েটি প্রেমিকের সঙ্গে থানার বাইরে চলে যায়, আর ছেলের পরিবার নিজেদের বাড়ি ফিরে যায়।”

এই ঘটনার পর বিষয়টি পুরোপুরি নিষ্পত্তি হয়ে গেছে বলে পুলিশ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts