Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • পাহাড়ে ধস, হুড়মুড়িয়ে নামল হড়পা বান—উত্তরাখণ্ডে নতুন বিপর্যয়ে নিখোঁজ সাত
দেশ

পাহাড়ে ধস, হুড়মুড়িয়ে নামল হড়পা বান—উত্তরাখণ্ডে নতুন বিপর্যয়ে নিখোঁজ সাত

Uttarakhand
Email :1

উত্তরাখণ্ডে (Uttarakhand) একের পর এক প্রাকৃতিক বিপর্যয় থামছেই না। এবার চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টির কারণে ধস নেমে এল, সঙ্গে নামল ভয়াবহ হড়পা বান। বুধবার গভীর রাতে এই ঘটনায় একাধিক বাড়িঘর ভেসে যায় (Uttarakhand) । মাঠের ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত অন্তত সাতজন নিখোঁজ বলে জানা গিয়েছে। দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

চোখের সামনে হু হু করে পাহাড়ি জলধারা নেমে আসতে শুরু করে (Uttarakhand) । তার সঙ্গে ভেসে যেতে থাকে মাটির ঘরবাড়ি। পাহাড় থেকে ধসে আসা কাদামাটি ও পাথরের তলায় চাপা পড়ে অন্তত ছ’টি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে।

চামোলির জেলাশাসক সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, নন্দননগর ঘাট এলাকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। উদ্ধারকাজ চলছে, নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

মাত্র একদিন আগেই দেহরাদুনে একইভাবে মেঘভাঙা বৃষ্টির পর ধস ও হড়পা বানে ২১ জনের মৃত্যু হয়েছিল। নিখোঁজ হয়েছেন আরও ১৭ জন। অবিরাম বৃষ্টির কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এর জেরে প্রায় আড়াই হাজার পর্যটক মুসৌরিতে আটকে পড়েছেন।

বর্ষার মরশুমে বারবার বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়ছে পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts