Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ‘সরকারি স্টিকার লাগানো গাড়ি’, ভিতরে হাত-পা বাঁধা বৃদ্ধ! তাজমহলের গেটে রহস্যে ঘেরা ঘটনা
দেশ

‘সরকারি স্টিকার লাগানো গাড়ি’, ভিতরে হাত-পা বাঁধা বৃদ্ধ! তাজমহলের গেটে রহস্যে ঘেরা ঘটনা

od man uttar pradesh
Email :1

এ যেন বাস্তবের দুঃস্বপ্ন! বন্ধ গাড়ির ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় অচেতন পড়ে এক বৃদ্ধ (Uttar Pradesh)। গাড়ির বাইরে জ্বলন্ত সূর্য, ভিতরে গরমে দমবন্ধ পরিস্থিতি। ঠিক সেই সময়ই নজরে পড়ল এক নিরাপত্তারক্ষীর। তড়িঘড়ি গাড়ির কাচ ভেঙে বৃদ্ধকে উদ্ধার করা হয়। কিন্তু প্রশ্ন একটাই—কারা রেখে গেল তাঁকে এমন অবস্থায় (Uttar Pradesh)?

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগ্রায়, ঐতিহাসিক তাজমহলের পশ্চিম গেট সংলগ্ন পার্কিং এলাকায়। সেখানেই এক সাদা গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীর। গাড়িতে ছিল ‘মহারাষ্ট্র সরকার’ লেখা স্টিকার এবং মহারাষ্ট্রের নাম্বার প্লেট।

গাড়ির কাছে যেতেই চমকে যান নিরাপত্তারক্ষী। ভিতরে অচেতন অবস্থায় এক বৃদ্ধ, তাঁর হাত-পা শক্ত করে কাপড় দিয়ে বাঁধা (Uttar Pradesh)। বাইরে তীব্র গরমে গাড়ির ভিতর পরিস্থিতি আরও ভয়াবহ। দমবন্ধ পরিস্থিতিতে নিস্তেজ হয়ে পড়ে ছিলেন বৃদ্ধ (Uttar Pradesh)।

ঘটনার গুরুত্ব বুঝে নিরাপত্তারক্ষী সঙ্গে সঙ্গে সাহায্য চেয়ে চিৎকার করেন। স্থানীয়রা ছুটে এসে গাড়ির কাচ ভেঙে উদ্ধার করেন বৃদ্ধকে। পরে তাঁকে জল দেওয়া হলেও কথা বলতে পারছিলেন না তিনি।

ঘটনাস্থলে ছুটে আসেন পর্যটন পরিদর্শক কুন্ওয়ার সিং। তিনি বলেন, “গাড়ির কাচ ভেঙে বৃদ্ধকে উদ্ধার করা হয়। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

চিকিৎসকরা জানিয়েছেন, বৃদ্ধ এখনো ধাতস্থ নন। উচ্চ তাপমাত্রা ও দীর্ঘক্ষণ জলবিহীন অবস্থায় থাকার ফলে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠেছিল। বর্তমানে তাঁকে স্থিতিশীল করার চেষ্টা চলছে।

এই ভয়াবহ ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ট্যুর গাইড মোহাম্মদ আসলাম জানান, “আমরা গাড়ির ভিতর এক বৃদ্ধকে হাত-পা বাঁধা অবস্থায় দেখেছি। তিনি কথা বলতে পারছিলেন না। গাড়ির দরজা বন্ধ ছিল, আর বাইরে প্রচণ্ড গরম।”

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, মহারাষ্ট্র থেকে আসা কোনও পর্যটক পরিবার বৃদ্ধকে গাড়ির ভিতরে রেখে তাজমহল দেখতে গিয়েছিল। তবে, তাঁদের কেন এমন অমানবিক কাজ করতে হল, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

এখন বড় প্রশ্ন, ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছিল, না কি অবহেলার জেরে এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল? পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। গাড়ির মালিক এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts