Shopping cart

TnewsTnews
  • Home
  • ব্যবসা
  • Google Pay, PhonePe, Paytm ব্যবহার করেন? এবার দিনে ক’বার ব্যালেন্স দেখবেন, সেটাও নিয়ন্ত্রণে!
দেশ

Google Pay, PhonePe, Paytm ব্যবহার করেন? এবার দিনে ক’বার ব্যালেন্স দেখবেন, সেটাও নিয়ন্ত্রণে!

UPI
Email :4

আগামী ১ অগস্ট, ২০২৫ থেকে বদলে যাচ্ছে ইউপিআই (UPI) লেনদেনের বেশ কিছু নিয়ম। ফোনপে, গুগল পে কিংবা পেটিএম ব্যবহার করে যারা প্রতিদিন অনলাইন অর্থপ্রদান করেন, তাঁদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ইউপিআই ব্যবস্থাকে আরও দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য করতে একাধিক নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। এই নিয়মগুলি সাধারণ ব্যবহারকারীর অভিজ্ঞতাকে যেমন প্রভাবিত করবে, তেমনি ব্যাকএন্ড সার্ভার ও সিস্টেমে চাপও অনেকটা হ্রাস পাবে (UPI) ।

নতুন নিয়ম অনুযায়ী, ইউপিআই (UPI) অ্যাপে এখন থেকে দিনে সর্বাধিক ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে। এতদিন এই সংক্রান্ত কোনও নির্দিষ্ট সীমা না থাকায় অনেক সময়ই অপ্রয়োজনীয়ভাবে একাধিক বার ব্যালেন্স চেক করতেন ব্যবহারকারীরা। এই অভ্যাসই ইউপিআই (UPI) সার্ভারকে স্লো করে দিচ্ছিল বলে মনে করছে NPCI। এবার সেই সীমাবদ্ধতা কার্যকর হলে ইউপিআই পরিষেবায় গতি বাড়বে বলে আশা সংস্থার।

এর পাশাপাশি, ইউপিআই-তে (UPI) লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে গেলেও নতুন নিয়মে এসেছে কাটছাঁট। এখন থেকে দিনে সর্বাধিক ২৫ বার দেখা যাবে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপনার মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক আছে। এটি ছোট পরিবর্তন মনে হলেও, এতে ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলির অপ্রয়োজনীয় API কল অনেকটাই কমে যাবে।

একইসঙ্গে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে অটো-ডেবিট সংক্রান্ত লেনদেন নিয়েও। ওটিটি প্ল্যাটফর্ম, SIP কিংবা অন্যান্য মাসিক সাবস্ক্রিপশনের মতো নিয়মিত পেমেন্ট এবার থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পন্ন হবে। অটো-পে পেমেন্ট প্রসেস হবে শুধুমাত্র সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে এবং রাত ৯:৩০-এর পরে। এর ফলে ব্যস্ত সময়ে ইউপিআই সার্ভার ওভারলোড হওয়ার আশঙ্কা অনেকটাই কমবে।

আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ফেলড পেমেন্ট সংক্রান্ত স্ট্যাটাস চেক নিয়ে (UPI) । এখন থেকে কোনও ব্যর্থ ইউপিআই লেনদেনের স্ট্যাটাস দিনে মাত্র ৩ বার চেক করা যাবে এবং প্রতিবার চেকের মধ্যে অন্তত ৯০ সেকেন্ডের ব্যবধান রাখতে হবে। এর ফলে সার্ভারের উপর চাপ কমবে এবং সিস্টেম আরও কার্যকরীভাবে সমস্যার সমাধান করতে পারবে।

প্রসঙ্গত, এই নিয়মগুলি চালু হওয়ার আগেই, ২০২৫ সালের জুনে NPCI ইউপিআই ট্রানজ্যাকশনের গতি বাড়াতে একটি “স্পিড বুস্ট” ফিচার চালু করে। নতুন এই সিস্টেমে পেমেন্ট প্রসেসিংয়ের সর্বোচ্চ সময়সীমা করা হয়েছে মাত্র ১৫ সেকেন্ড এবং ব্যর্থ লেনদেনের তথ্য ফেরত পেতে সময়সীমা ১০ সেকেন্ড।

একইভাবে, জুনের ৩০ তারিখ থেকে ইউপিআই অ্যাপগুলিতে পেমেন্টের আগে প্রাপক ব্যাঙ্কে রেজিস্টার করা আসল নাম দেখা যাচ্ছে। ফলে ভুল নাম বা প্রতারণার ঝুঁকি অনেকটাই কমেছে।

এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। তখন থেকে মাসে সর্বোচ্চ ১০ বার এবং একই ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে সর্বোচ্চ ৫ বার পর্যন্ত চার্জব্যাক ফাইল করা যাবে। এর ফলে ইউপিআই অপব্যবহার রোধ করা সম্ভব হচ্ছে এবং প্রকৃত অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়েছে।

এতসব পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে, ১ অগস্ট থেকে ইউপিআই ব্যবহারকারীদের আরও সতর্ক ও নিয়ম মেনে চলা জরুরি হয়ে পড়ছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts