ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) ফোন করেন। দীর্ঘক্ষণ ফোনে কথা হয় তাঁদের মধ্যে। জেলেনস্কি মোদীকে জানান, রবিবার ইউক্রেনের একটি বাস স্টেশনে রাশিয়ার হামলায় বহু মানুষ আহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ফোনালাপের পর জেলেনস্কি তাঁর এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে লেখেন, “ভারতের প্রধানমন্ত্রীর (PM Modi) সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ নানা বিষয়ে কথা হয়েছে—দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক অবস্থান, এবং শান্তি প্রচেষ্টা। কঠিন সময়েও ভারতের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “ভারত আমাদের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করছে। ইউক্রেন এমন সিদ্ধান্তেই পৌঁছাবে যা ইউক্রেনবাসীর স্বার্থ রক্ষা করবে।”
এ সময় রুশ তেল নিয়েও আলোচনা হয়। জেলেনস্কি ভারতকে (PM Modi) অনুরোধ করেন রাশিয়া থেকে তেল না কিনতে, কারণ তাঁর মতে সেই অর্থ ব্যবহার করেই মস্কো ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে। এই যুক্তি আগেও শোনা গিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে, যিনি ভারতের রুশ তেল কেনার সমালোচনা করে জরিমানা চাপানোর চেষ্টা করেছিলেন। ফলে অনেকের ধারণা, জেলেনস্কি এবার ট্রাম্পের মতোই অবস্থান নিচ্ছেন।
অন্যদিকে, মোদীও (PM Modi) এক্স-এ পোস্ট করে জানান, “প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা হয়েছে। তাঁর দৃষ্টিভঙ্গি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনেছি। ভারত সংঘাত চায় না—এ কথা তাঁকে আশ্বস্ত করেছি। শান্তি প্রতিষ্ঠায় ভারত সর্বদা চেষ্টা চালিয়ে যাবে।”