Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Kashmir: কোনও ছাড় নেই… খতম পহেলগাঁওয়ে হামলাকারী এক জঙ্গি
দেশ

Kashmir: কোনও ছাড় নেই… খতম পহেলগাঁওয়ে হামলাকারী এক জঙ্গি

Email :11

কাশ্মীরের (Kashmir) অবন্তিপোরা এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তাবাহিনীর জঙ্গিদমন অভিযান বড় সাফল্য এনে দিল। সেনা ও পুলিশের যৌথ অভিযানে ‘জইশ-ই-মহম্মদ’ জঙ্গি সংগঠনের তিন সক্রিয় সদস্য খতম হয়েছে (Kashmir)। তাঁদের মধ্যে এক জন পহেলগাঁওয়ে পর্যটক হত্যার ঘটনায় অভিযুক্ত বলে জানা গিয়েছে (Kashmir)।

কে কে মারা গিয়েছে?
সেনা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নিহত তিন জঙ্গির নাম—

আসিফ শেখ (২৮): স্নাতক পাশ।

আমির নাজির ওয়ানি (২০): স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া।

ইয়ার ভাট (২৬): নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা।

এই তিন জনই দীর্ঘদিন ধরে সক্রিয় জঙ্গি হিসেবে কাজ করছিল।

পুলিশের অফিসিয়াল বার্তা
কাশ্মীর পুলিশ বৃহস্পতিবার সকালেই এক্স (সাবেক টুইটার)-এ জানায়, অবন্তিপোরার ত্রালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর কথা জানা গেলেও পরে তিন জন জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত হয়। তারা সকলে ‘জইশ-ই-মহম্মদ’ গোষ্ঠীর সদস্য।

পহেলগাঁও হামলার প্রেক্ষাপট
উল্লেখ্য, কিছুদিন আগে পহেলগাঁওয়ে ধর্মপরিচয় দেখে ২৬ জন পর্যটককে নির্মমভাবে হত্যা করে জঙ্গিরা। এরপর সেনা পাল্টা অপারেশনে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। ঘটনায় জড়িতদের গ্রেফতারির দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এই প্রেক্ষিতেই বৃহস্পতিবার নিহত এক জঙ্গি সেই কুখ্যাত হামলার সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে।

সোপিয়ানে ‘অপারেশন কেল্লা’তেও সাফল্য
এদিকে, সোপিয়ানে চলা ‘অপারেশন কেল্লা’তেও সেনা জঙ্গিদের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে। আরও তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে—

  • বিপুল সংখ্যক গ্রেনেড ও বুলেট
  • ভারতীয় সেনার পোশাক
  • বান্ডিল-বান্ডিল ভারতীয় টাকা

পর্যাপ্ত পরিমাণ খাবার ও বিস্কুট, যা থেকে বোঝা যায় তারা দীর্ঘদিন জঙ্গলে লুকিয়ে ছিল।

শনাক্ত জঙ্গিদের পরিচয়
সোপিয়ানে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় মিলেছে—

শাহিদ কুট্টে: চটিপোড়া হিরপোড়া এলাকার বাসিন্দা, ‘লস্কর-ই-তৈবা’-র ক্যাটাগরি এ-র জঙ্গি।

আদনান সফি দার: ওয়ান্দুনা মেলহোরা এলাকার বাসিন্দা, ২০২৪ সালের ১৮ অক্টোবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts