Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ৫০ লক্ষ টাকার টেসলা! ভারতীয় রাস্তায় প্রথমবার ঘুরবে ‘Model Y’ – আপনি প্রস্তুত তো?
দেশ

৫০ লক্ষ টাকার টেসলা! ভারতীয় রাস্তায় প্রথমবার ঘুরবে ‘Model Y’ – আপনি প্রস্তুত তো?

tesla car
Email :19

এলন মাস্কের নেতৃত্বাধীন টেসলা (Tesla) অবশেষে ভারতের বাজারে পা রাখতে চলেছে। বহুল প্রতীক্ষিত এই বৈদ্যুতিক গাড়ি সংস্থা আগামী মঙ্গলবার মুম্বাইয়ে তাদের প্রথম শোরুম চালু করতে চলেছে। ব্লুমবার্গের এক রিপোর্ট অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাস থেকেই ভারতের গ্রাহকদের কাছে টেসলা (Tesla) গাড়ির ডেলিভারি শুরু হয়ে যেতে পারে।

মুম্বাইয়ের এই নতুন শোরুম চালু হলে আগ্রহী ক্রেতারা টেসলার (Tesla) বিভিন্ন মডেল ঘুরে দেখতে পারবেন, দাম যাচাই করতে পারবেন এবং পছন্দ অনুযায়ী গাড়ির ভ্যারিয়েন্ট কনফিগার করতেও পারবেন। রিপোর্ট বলছে, শোরুম চালুর ঠিক পরের সপ্তাহ থেকেই ক্রেতারা তাদের গাড়ি অর্ডার দেওয়া শুরু করতে পারবেন।

টেসলার (Tesla) জনপ্রিয় Model Y SUV-এর প্রথম ব্যাচ ইতিমধ্যেই চীন থেকে ভারতে এসে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, আগস্টের শেষ নাগাদ এই গাড়িগুলির ডেলিভারি শুরু হবে। মুম্বাইয়ের পর দিল্লিতেও একটি দ্বিতীয় শোরুম খোলার পরিকল্পনা রয়েছে, সম্ভবত জুলাইয়ের শেষ নাগাদ।

ভারতের মতো একটি বড় এবং দ্রুত বাড়তে থাকা বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলার (Tesla) এই প্রবেশ তাদের ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। বিভিন্ন দেশে বিক্রি কমে যাওয়ায় নতুন বাজারে প্রবেশ করেই ঘুরে দাঁড়াতে চাইছে সংস্থাটি। তবে ভারতের উচ্চ আমদানি শুল্ক এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে। $40,000-এর নিচে সম্পূর্ণ নির্মিত গাড়ির উপর ৭০% পর্যন্ত শুল্ক বসে ভারতে। ফলে Model Y-এর দাম এখানে অনেকটাই বেশি হবে বলে মনে করা হচ্ছে।

আমদানি সংক্রান্ত নথি অনুযায়ী, গত মাসে চীনের একটি ব্যাচে পাঁচটি Model Y SUV-এর ঘোষিত মূল্য ছিল প্রায় ₹২৭.৭ লক্ষ টাকা ($৩২,২৭০), যা দায়িত্ব ও শুল্ক যোগ করলে অনেকটাই বেড়ে যাবে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে Model Y-এর দাম যেখানে প্রায় $৪৬,৬৩০, ভারতে সেটি ৫০-৬০ লক্ষ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারে।

শোনা যাচ্ছে, মুম্বাইয়ের নতুন শোরুমের প্রথম সপ্তাহ শুধু VIP ও ব্যবসায়িক পার্টনারদের জন্য সংরক্ষিত থাকবে। সাধারণ দর্শনার্থীরা দ্বিতীয় সপ্তাহ থেকে শোরুমে প্রবেশ করতে পারবেন।

টেসলার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে ভারতের অগণিত ইভি (ইলেকট্রিক ভেহিকেল) প্রেমীদের জন্য এই খবর এক বিশাল স্বপ্নপূরণ, কারণ এত বছর ধরে তারা অপেক্ষা করছিলেন কবে তারা রাস্তায় চালাতে পারবেন একটি আসল টেসলা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts