Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • দেশ
  • Terrorist Attack: তোমায় মারব না, মোদীকে বলে দিও… স্বামীকে গুলি করার পরেই বলল জঙ্গিরা
দেশ

Terrorist Attack: তোমায় মারব না, মোদীকে বলে দিও… স্বামীকে গুলি করার পরেই বলল জঙ্গিরা

Email :19

স্বামী ও শিশুসন্তানকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মীরের পহেলগাঁওয়ে (Terrorist attack)। কর্নাটকের মঞ্জুনাথ ও পল্লবী দম্পতির ছুটির সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায় (Terrorist attack)। চোখের সামনেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন মঞ্জুনাথ, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন স্ত্রী পল্লবী (Terrorist attack)। আর তখনই জঙ্গিদের কাছ থেকে এলো হাড় হিম করে দেওয়া বার্তা—”তোমায় মারব না… মোদীকে বলে দাও (Terrorist attack)।”

সোমবার দুপুর দেড়টা নাগাদ ঘটে এই নারকীয় ঘটনা। পল্লবী জানালেন, “আমি, আমার স্বামী আর সন্তান মিলে ঘুরতে বেরিয়েছিলাম। আচমকা চারজন জঙ্গি আমাদের উপর হামলা করে। আমার স্বামী আমার চোখের সামনেই মারা গেলেন। তখন আমি ওদের বলি, ‘আমাকেও মেরে ফেলো।’ ওদের একজন তখন বলে, ‘তোমায় মারব না, মোদীকে বলে দিও।’”

এই মর্মান্তিক ঘটনার পর পল্লবীর কণ্ঠে শুধু কান্না, আর বারবার ঘোর লাগা স্বরে একটাই প্রশ্ন—“কী অপরাধ ছিল আমাদের?” সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও পল্লবীর দুঃখ যেন পাহাড়সম। এই ঘটনার পরে গোটা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এই হামলা আরও একবার প্রমাণ করল—কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও জঙ্গিদের নিষ্ঠুর রূপ এখনও রয়ে গিয়েছে। আর সেই নিষ্ঠুরতার বলি হতে হচ্ছে নিরপরাধ মানুষদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts