ফের একবার সন্ত্রাসের (Terrorist Attack) ছায়া জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল পহেলগাঁওয়ে ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের উপর হামলা চালাল এক জঙ্গি গোষ্ঠী (Terrorist Attack)। সূত্রের খবর অনুযায়ী, সন্ত্রাসবাদীদের (Terrorist Attack) গুলিতে বহু পর্যটক আহত হয়েছেন, যাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনা ও কাশ্মীর পুলিশের একটি বিশেষ দল। কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা খুঁজে বের করতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
‘মিনি সুইজারল্যান্ড’-এ রক্তাক্ত হামলা
দেশ-বিদেশের অগণিত পর্যটকদের কাছে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত পহেলগাঁও। বরাবরই এটি ছিল শান্তিপূর্ণ ও দর্শনীয় স্থান। তবে এবার সেখানেই জঙ্গিরা ছক কষে হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলল।
নিরাপত্তায় ফাঁক? প্রশ্নের মুখে প্রশাসন
গত কয়েক মাস ধরেই উপত্যকার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে একের পর এক জঙ্গি দমন করেছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। তার মধ্যেই এই হামলা কি প্রতিশোধের বার্তা? বিশ্লেষকদের একাংশের মতে, এটি সেনার বিরুদ্ধে একপ্রকার ‘পাল্টা লড়াইয়ের ঘোষণা’।
এই ঘটনার সময় আরও তাৎপর্যপূর্ণ কারণ দিন কয়েকের মধ্যেই শুরু হতে চলেছে বার্ষিক অমরনাথ যাত্রা। উপত্যকা জুড়ে বাড়ানো হয়েছে পর্যটকদের নিরাপত্তা। কিন্তু সেই প্রস্তুতির মাঝেই জঙ্গিহানায় ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিরাপত্তার ঘাটতি।
সম্প্রতি জইশ জঙ্গিদের নিকেশ, তার প্রতিক্রিয়া?
প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগেই উধমপুর ও কিস্তওয়ার এলাকায় অভিযান চালিয়ে জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর তিন শীর্ষ জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তাবাহিনী। নিহত জঙ্গিদের প্রত্যেকের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা করে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলা—বিশেষজ্ঞরা বলছেন, এ এক নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত।
কাশ্মীরের মতো স্পর্শকাতর এলাকায় পর্যটনের স্বাভাবিক গতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবার আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন—এমনটাই আশা করছেন সকলে।