মাত্র ছ’দিন আগে ছিল তাঁদের বিবাহ (Terrorist Attack)। জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন একসঙ্গে (Terrorist Attack)। হানিমুনে গন্তব্য ছিল স্বপ্নের কাশ্মীর। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে বদলে গেল। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় (Terrorist Attack)প্রাণ হারালেন ভারতীয় নৌসেনার অফিসার বিনয় নরওয়াল এবং তাঁর সদ্য বিবাহিত স্ত্রী।
সংবাদ সংস্থা ANI-র সূত্রে জানা গেছে, ২৬ বছর বয়সি বিনয় নরওয়াল কর্মসূত্রে কেরলের কোচিতে কর্মরত ছিলেন। ছুটি নিয়ে স্ত্রীকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ পহেলগাঁও এলাকায় সন্ত্রাসবাদীদের আচমকা হামলায় জড়িয়ে পড়েন তাঁরা। সন্ত্রাসীরা নাম-পরিচয় যাচাই করে টার্গেট করে গুলি চালায়। ঘটনায় মৃত্যু হয় নবদম্পতির।
সূত্রের খবর অনুযায়ী, জঙ্গি গোষ্ঠী TRF (The Resistance Front) এই হামলার দায় স্বীকার করেছে। হামলার খবর ছড়িয়ে পড়তেই উপত্যকায় তীব্র উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি পর্যালোচনা করতে দ্রুত উপত্যকায় পৌঁছেছেন। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি—”এই হামলার জন্য কেউ রেহাই পাবে না। জঙ্গিদের খুঁজে বার করে নির্মূল করা হবে।”
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন, হামলার খবর পেয়েই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
এই হামলা শুধু একজন সাহসী অফিসারের প্রাণ কেড়ে নেয়নি, বরং একটা নতুন জীবনের সূচনাকে থামিয়ে দিয়েছে নির্মমভাবে। দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কাশ্মীরের বুকে ফের একবার জঙ্গি হানায় ভেঙে পড়ল এক তরুণ জুটির স্বপ্ন, কাঁদছে গোটা দেশ।