ওড়িশার (Odisha) বালেশ্বর জেলার জলেেশ্বরের গঙ্গাধর গ্রামে ধর্মান্তর চেষ্টার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে এক মৃত্যুবার্ষিকীর প্রার্থনা শেষে ফেরার পথে দুই পুরোহিত, দুই সন্ন্যাসিনী ও কয়েকজন মিশন কর্মীকে হামলার শিকার হতে হয়। শুক্রবার পুলিশের (Odisha) পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।
সাইরো মালাবার চার্চের (Odisha) অভিযোগ অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৫টার দিকে গঙ্গাধর মিশনের অন্তর্গত চার্চে প্রার্থনার জন্য পৌঁছেছিলেন পুরোহিত ও সন্ন্যাসিনীরা। মৃত ব্যক্তির পরিবারের আমন্ত্রণে সন্ধ্যার মিসা অনুষ্ঠিত হয়। কিন্তু প্রার্থনা শেষে ফেরার পথে প্রায় ৭০ জন বাজরং দল কর্মী তাদের রাস্তা আটকে নির্মমভাবে মারধর করে (Odisha) ।
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সন্দেহ ছিল—এটি নাকি ধর্মান্তরের চেষ্টা হতে পারে।জলেশ্বর চার্চের পুরোহিতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ (Odisha) জানতে পারে, তারা কেবল মৃত্যুবার্ষিকীর প্রার্থনায় এসেছিলেন। পুলিশের এক কর্মকর্তা বলেন, “তদন্ত শেষে সবার বিবরণ নেওয়া হয়েছে এবং পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।” ঘটনাটি অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে উচ্চপর্যায়ের তদন্তের আওতায় আনা হয়েছে।
গ্রামবাসীরা অভিযোগ করেছেন, অতীতেও এমন ঘটনা ঘটেছে কিন্তু প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। চার্চ দাবি করেছে, হামলায় ফাদার লিজো নিরাপ্পেল ও ফাদার ভি জোজো গুরুতর আহত হয়েছেন।