Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ‘টাকা নেই, ফুটপাথেই থাকব’—পুণেতে টিসিএস কর্মীর হৃদয়বিদারক দাবি
দেশ

‘টাকা নেই, ফুটপাথেই থাকব’—পুণেতে টিসিএস কর্মীর হৃদয়বিদারক দাবি

TCS Employees
Email :4

দেশের অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS Employee)-এর এক কর্মীকে নাকি রাস্তায় রাত কাটাতে হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক। ঘটনাটি সামনে আসতেই চাপে পড়েছে টিসিএস কর্তৃপক্ষ।

অভিযোগ, টিসিএসের পুণে ক্যাম্পাসে কর্মরত (TCS Employee) সৌরভ মোরে কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। মানব সম্পদ বিভাগে (এইচআর) একাধিকবার যোগাযোগ করেও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে অফিসের বাইরের ফুটপাথে রাত কাটাচ্ছেন তিনি। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, ফুটপাথে শুয়ে আছেন সৌরভ (TCS Employee), সামনে একটি বোর্ডে স্পষ্ট লেখা— “আমি এইচআর-কে জানিয়েছি, আমার কাছে টাকা নেই। টিসিএসের বাইরের ফুটপাথেই আমি থাকতে বাধ্য হব।”

জানা গিয়েছে, ২৯ জুন সৌরভ অফিসে এসে দেখেন তাঁর এমপ্লয়ি আইডি নিষ্ক্রিয় (ইনঅ্যাকটিভ) হয়ে গেছে এবং বেতন বন্ধ। পরের দিন থেকেই তিনি এইচআর বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালান, কিন্তু সমাধান না হওয়ায় দিন গড়াতে গড়াতে পরিস্থিতি পৌঁছে যায় চরমে। রবিবার ফোরাম অব আইটি এমপ্লয়িজ সৌরভের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা মুহূর্তে ভাইরাল হয়, নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

অবশেষে বিতর্কের মুখে টিসিএসের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। সংস্থার দাবি, সৌরভ দীর্ঘদিন বিনা নোটিসে অনুপস্থিত ছিলেন, তাই কোম্পানির নিয়ম অনুযায়ী তাঁর বেতন স্থগিত রাখা হয়েছে। বর্তমানে তিনি কাজে ফিরতে এবং পুনর্বহালের দাবি তুলেছেন। টিসিএস  জানায়, তাঁর জন্য আপাতত থাকার ব্যবস্থা করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts