তালিবান বিদেশমন্ত্রী (Taliban minister) আমির খান মুত্তাকির ভারত সফর ঘিরে একের পর এক বিতর্কে উত্তাল দেশ। এবার আচমকাই বাতিল হয়ে গেল তাঁর আগ্রা সফর। রবিবার তাজমহল ঘুরে দেখার কথা ছিল মুত্তাকির, কিন্তু সফরের কয়েক ঘণ্টা আগে হঠাৎই সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। পরিবর্তে এখন তিনি দিল্লিতেই সাংবাদিক সম্মেলন করবেন বলে জানা গেছে। আর সেই সাংবাদিক সম্মেলনে এবার মহিলা সাংবাদিকদেরও প্রবেশাধিকার দেওয়া হচ্ছে— যা তালিবান শাসনের ক্ষেত্রে একপ্রকার ‘ড্যামেজ কন্ট্রোল’ বলেই মনে করছে কূটনৈতিক মহল (Taliban minister)।
এর আগে শুক্রবার মুত্তাকির (Taliban minister) প্রথম সাংবাদিক সম্মেলনে কোনও মহিলা সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছিল প্রবল বিতর্ক। সমালোচনায় সরব হয় দেশ-বিদেশের বিভিন্ন মহল। বিরোধীরা সরাসরি অভিযোগ তোলেন— “ভারতের মাটিতে তালিবানি মানসিকতা!” প্রশ্ন ওঠে, মোদি সরকার কি তবে তালিবানের নারী-বিরোধী নীতিকে নীরবে সমর্থন করছে?
কেন্দ্র অবশ্য সঙ্গে সঙ্গেই দায় এড়িয়ে জানায়, দিল্লিতে মুত্তাকির (Taliban minister) সাংবাদিক সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনও যোগ নেই। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল মুম্বইয়ে অবস্থিত আফগানিস্তানের কনসাল জেনারেলের অফিস থেকে। তারা কারও সঙ্গে পরামর্শ না করেই ওই সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিল। আফগান দূতাবাস বা কনসুলেট ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণে নয় বলেই কেন্দ্রের দাবি। কিন্তু এতেও বিতর্ক থামেনি।
এদিকে আগ্রা সফর বাতিল হওয়ার পেছনে আরও এক চাঞ্চল্যকর কারণ উঠে এসেছে। জানা গেছে, যাঁরা মুত্তাকিকে স্বাগত জানাতে আগ্রায় আসার কথা ছিল, তাঁদের মধ্যে এক মৌলবির স্ত্রী ও সন্তানদের খুন করা হয়েছে সম্প্রতি (Taliban minister)। ঠিক তার পরের দিনই বাতিল হল তালিবান বিদেশমন্ত্রীর আগ্রা সফর। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি ভারত বা আফগানিস্তানের তরফে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে তালিবান এখন নিজেদের ভাবমূর্তি রক্ষায় মরিয়া। তাই রবিবারের সাংবাদিক বৈঠকে মহিলাদের প্রবেশাধিকার দিয়ে ‘উদার’ ভাবমূর্তি দেখানোর চেষ্টা করছে তারা। কিন্তু এই তড়িঘড়ি পদক্ষেপে কি তালিবানের বিতর্কিত ভাবমূর্তি মুছে যাবে? প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল।