Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘জয় বাংলা’ বলায় গরিব গ্রামবাসীকে চামড়া গুটিয়ে নেওয়ার হুমকি! সংসদে শুভেন্দুর বিরুদ্ধে মহুয়ার বিস্ফোরণ
দেশ

‘জয় বাংলা’ বলায় গরিব গ্রামবাসীকে চামড়া গুটিয়ে নেওয়ার হুমকি! সংসদে শুভেন্দুর বিরুদ্ধে মহুয়ার বিস্ফোরণ

bengal politics
Email :6

পুরশুড়ার কাদামাখা মাটির রাস্তায় ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে এক স্থানীয় তৃণমূল সমর্থকের বচসার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এবার সেই বিতর্ক ছড়িয়ে পড়ল দেশের সংসদেও। লোকসভায় রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব জমা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Suvendu Adhikari)।

বৃহস্পতিবার লোকসভায় জমা দেওয়া অভিযোগপত্রে মহুয়া মৈত্র স্পষ্ট অভিযোগ করেন, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এক গ্রামবাসীকে ‘জয় বাংলা’ স্লোগান তোলার জন্য হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরাও স্থানীয় বাসিন্দাকে ভয় দেখাতে গাড়ি থেকে নেমে পড়েন বলে অভিযোগ মহুয়ার।

মহুয়ার দাবি, “জয় বাংলা এই রাজ্যের রাজনৈতিক পরিচয় এবং সাংস্কৃতিক চেতনার প্রতীক। সেই স্লোগান তোলার জন্য যদি কাউকে হুমকি দেওয়া হয়, তাহলে তা গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার শামিল।” আরও চাঞ্চল্যকর অভিযোগ করে তিনি বলেন, “বিরোধী দলনেতার (Suvendu Adhikari) এই আচরণ সাধারণ মানুষের কণ্ঠরোধের স্পষ্ট উদাহরণ। আর তার থেকেও বিপজ্জনক, কেন্দ্রীয় বাহিনীর মদতপুষ্ট এই আচরণ।”

এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন মহুয়া। তিনি বলেন, “যে বাহিনী (Suvendu Adhikari) এই সাধারণ নাগরিককে ভয় দেখাচ্ছে, তারা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। অথচ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে মণিপুরের হিংসা থামাতে ব্যর্থ, অন্যদিকে সীমান্ত সুরক্ষায়ও ফেল করেছে তাঁর দপ্তর। সেই সঙ্গে এখন দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে গ্রামে ভয় দেখানোর রাজনীতি চলছে। এমন স্বরাষ্ট্রমন্ত্রীর সেই পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই।”

মহুয়া আরও জানান, “পহেলগাঁওয়ে যখন সন্ত্রাস হানায় সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন, তখন ঘণ্টাখানেক নিরাপত্তারক্ষীদের দেখা যায়নি। আর এখানে বাংলার এক দরিদ্র গ্রামবাসীকে প্রকাশ্যে বলা হচ্ছে তার ‘চামড়া গুটিয়ে নেওয়া হবে’, সেখানে নিরাপত্তাবাহিনী চুপচাপ দাঁড়িয়ে থেকে মদত দিচ্ছে। এই চিত্রই স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকৃত চেহারা তুলে ধরছে।”

তৃণমূলের দাবি, এ রাজ্যের সংস্কৃতিকে অপমান করে, সাধারণ মানুষের কণ্ঠস্বর দমন করতেই পরিকল্পিতভাবে ভয় দেখানো হচ্ছে। তাই এই ঘটনায় কেন্দ্রীয় স্তরে কড়া পদক্ষেপ চাইছে তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts