Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ১ অগস্টেই প্রকাশ পাবে ভোটার তালিকা! আটকাল না সুপ্রিম কোর্ট, ভোটার-আধার নিয়ে নতুন বার্তা!
দেশ

১ অগস্টেই প্রকাশ পাবে ভোটার তালিকা! আটকাল না সুপ্রিম কোর্ট, ভোটার-আধার নিয়ে নতুন বার্তা!

supreme court
Email :2

বিহারে জাতীয় নির্বাচন কমিশনের প্রস্তাবিত SIR (Standardization of Electoral Roll) প্রক্রিয়া নিয়ে চলা মামলায় বড়সড় সিদ্ধান্ত জানালো সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, আগামী ১লা অগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, সেই তালিকা প্রকাশে কোনও বাধা নেই। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সেই বিষয়ে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে (Supreme Court)।

তবে এদিন মামলার শুনানিতে এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বেঞ্চ জানিয়ে দেয়, ভোটার কার্ড ও আধার কার্ড—এই দুই পরিচয়পত্রকে গ্রহণযোগ্য নথি হিসেবে ফের একবার বিবেচনা করতে হবে। অর্থাৎ, ভোটার সনাক্তকরণে এই দুই মূল নথির গুরুত্বকে একবারে খারিজ করা যায় না বলেই মত সুপ্রিম কোর্টের (Supreme Court)।

আদালতে মামলাকারী সংগঠন ADR (Association for Democratic Reforms)-এর তরফে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন আদালতের কাছে আর্জি জানান, ১লা অগস্ট প্রকাশযোগ্য খসড়া ভোটার তালিকা যেন আপাতত প্রকাশ না করা হয়। তাঁর যুক্তি ছিল, ভোটার, রেশন ও আধার কার্ডকে যথাযথ পরিচয়পত্র হিসেবে গণ্য না করে নির্বাচন কমিশন আদালতের আদেশ লঙ্ঘন করছে (Supreme Court)।

এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদি। তিনি সাফ জানিয়ে দেন, ১ অগস্ট যা প্রকাশ করা হবে, সেটি শুধুমাত্র একটি খসড়া তালিকা—এখনও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়নি।

শুনানির সময় বিচারপতি সূর্য কান্ত একটি তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেন। আধার কার্ড জাল হওয়ার আশঙ্কা নিয়ে কমিশনের যুক্তির উত্তরে তিনি বলেন, “এই পৃথিবীতে কোনও নথিই জাল হওয়ার হাত থেকে রেহাই পায় না। কিন্তু যদি কোথাও জাল পরিচয়পত্র ধরা পড়ে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তা বলে আধার বা ভোটার কার্ডকে একেবারে বাতিল বলে ধরতে পারি না।”

এই মামলার পরবর্তী বিস্তারিত শুনানির দিন ঠিক করা হবে মঙ্গলবার। আদালতের পরবর্তী পর্যবেক্ষণকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও নাগরিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts