সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ সম্প্রতি একটি হালকা-ফুলকা আলোচনায় তাঁর স্ট্রে কুকুর মামলার (Supreme Court Justice)অভিজ্ঞতা শেয়ার করে সবার মন জয় করে নিলেন। তিনি জানালেন, ওই মামলার রায়ে আশ্রয়হীন কুকুরদের সুরক্ষা দেওয়ার পক্ষে অবস্থান নেওয়ায় তিনি শুধু আইনজীবী মহলেই নয়, সাধারণ মানুষেরও প্রিয় হয়ে উঠেছেন (Supreme Court Justice)।
বিচারপতি নাথ (Supreme Court Justice) রসিকতার সুরে বলেন—“এই মামলার জন্য আমি নাকি শুধু মানুষের নয়, কুকুরদেরও আশীর্বাদ পাচ্ছি। অনেকেই আমাকে মেসেজ পাঠিয়ে লিখছেন, কুকুররাও নাকি আমাকে শুভেচ্ছা দিচ্ছে।” তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের প্রধান বিচারপতি তাঁকে এই মামলার দায়িত্ব দিয়েছিলেন (Supreme Court Justice), যা তাঁকে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি এনে দিয়েছে।
এই বক্তব্য তিনি দেন আইনজীবী সমিতিগুলির সভাপতিদের প্রশ্নোত্তর পর্বে।
উল্লেখ্য, ১১ আগস্ট আদালত দিল্লি সরকার ও এনসিআর এলাকার পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল, অবিলম্বে সমস্ত স্ট্রে কুকুরকে ধরে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে। কারণ—ক্রমবর্ধমান কুকুরের কামড়ের ঘটনা আতঙ্ক সৃষ্টি করছিল।
তবে ২২ আগস্ট বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ সেই আদেশ সংশোধন করে জানায়—স্ট্রে কুকুরদের স্টেরিলাইজ, ডি-ওয়ার্ম ও ভ্যাকসিন দেওয়ার পর আবার তাদের পুরনো এলাকায় ছেড়ে দিতে হবে। কেবলমাত্র যেসব কুকুর র্যাবিসে আক্রান্ত বা চরম আক্রমণাত্মক স্বভাবের, তাদের আশ্রয়কেন্দ্রে রাখা হবে।
বিচারপতি (Supreme Court Justice) নাথ আরও একবার মনে করিয়ে দেন—প্রকৃতি ও প্রাণীরা রাষ্ট্রের সম্পত্তি নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য ট্রাস্ট, যার সুরক্ষা আদালতের দায়িত্ব।