Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বকেয়া ডিএ দিতে রাজ্যের আবার সময়ের আবেদন! সুপ্রিম কোর্ট বলল—এই রায় বদলে দেবে গোটা দেশের হিসাব!
দেশ

বকেয়া ডিএ দিতে রাজ্যের আবার সময়ের আবেদন! সুপ্রিম কোর্ট বলল—এই রায় বদলে দেবে গোটা দেশের হিসাব!

supreme court
Email :2

ডিএ মামলার শুনানি এদিনও হল না সুপ্রিম কোর্টে (Supreme Court)। ফের একদিন পিছিয়ে গেল সেই বহু প্রতীক্ষিত রায়। আগামীকাল, মঙ্গলবার ফের হবে শুনানি। সোমবারের শুনানিতে রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, শীর্ষ আদালতের (Supreme Court) আগের নির্দেশ কার্যকর করতে একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার, যা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। সেই কমিটি হিসেব কষে দেখছে—কত টাকা দিতে হবে রাজ্য কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (DA) হিসেবে।

রাজ্যের পক্ষ থেকে প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী এদিন আদালতের (Supreme Court) কাছে আরও দু’মাস সময় চেয়েছেন। তাঁর যুক্তি, সুপ্রিম কোর্ট যে ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল, তা মেটাতে বিপুল অঙ্কের অর্থ প্রয়োজন। এর জন্য বিস্তারিত আর্থিক বিশ্লেষণ প্রয়োজন এবং সেই কাজ শেষ করতে অতিরিক্ত সময় জরুরি (Supreme Court)।

প্রসঙ্গত, আগেই সুপ্রিম কোর্ট (Supreme Court) রাজ্যকে ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল এবং সেই জন্য ছ’সপ্তাহ সময়ও দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যেও রাজ্য কোনও অর্থ দেয়নি, বরং আবার সময় বাড়ানোর আবেদন জানায়। আদালতে রাজ্যের আইনজীবীরা জানান, হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কখনও স্পষ্ট করে বলেনি যে কত টাকা বকেয়া ডিএ দিতে হবে। সেই হিসেব করতেই গঠন করা হয়েছে রাজ্য সরকারের তরফে একটি উচ্চপর্যায়ের কমিটি। এই কমিটি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া অর্থ ‘কোয়ান্টিফাই’ করছে।

এদিন আদালতে বিচারপতি সঞ্জয় করোল ও প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ রাজ্যের এই সময় বাড়ানোর আবেদন মেনে নিতে প্রাথমিকভাবে কিছুটা অনীহা দেখায়। বিচারপতি করোল মন্তব্য করেন, “এই মামলার রায় গোটা দেশের ওপর প্রভাব ফেলবে।” পরে অবশ্য বিচারপতিরা জানান, বিষয়টি পুনরায় শোনা হবে আগামীকাল।

অন্যদিকে, রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “আদালতের কাজ হল আইন নির্ধারণ করা, টাকা গুনে দেওয়ার নয়। কোয়ান্টিফিকেশন কে করবে, সেটা আদালতের বিষয় নয়। আমাদের আশঙ্কা, রাজ্য সরকার মামলার মূল শুনানিই এড়িয়ে যেতে চাইছে। আর একবার যদি আমরা জিতি, রাজ্যকে ১০০ শতাংশ ডিএ মেটাতেই হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts