ওবিসি তালিকা সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ পশ্চিমবঙ্গ সরকার। গত ১৭ জুন হাইকোর্ট রাজ্যের নতুন ওবিসি তালিকা নিয়ে স্থগিতাদেশ দিয়েছিল, আর সেই রায়ের বিরুদ্ধেই (Supreme Court) এবার চূড়ান্ত আইনি লড়াইয়ের পথে হাঁটল রাজ্য সরকার।
শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে মেনশন করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তিনি দ্রুত শুনানির আবেদন জানান। প্রধান বিচারপতি বলেন, মামলা দায়েরের অনুমতি দেওয়া হচ্ছে, এবং আগামী সোমবার (২২ জুলাই) শুনানি হবে।
এ দিন সিব্বল আরও জানান, হাইকোর্টের রায় ঘিরে ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সেই অবমাননা মামলাতেও যেন স্থগিতাদেশ দেওয়া হয়, সেই আবেদনও করেন তিনি (Supreme Court)।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট ২০২৪ সালের মে মাসে একটি ঐতিহাসিক রায়ে পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি তালিকা বাতিল করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, ২০১০ সালের পর থেকে ওবিসি তালিকা তৈরিতে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এবং যথাযথ সমীক্ষা বা বৈজ্ঞানিক যাচাই ছাড়াই জনজাতিদের ওবিসি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফলত, হাইকোর্টের রায়ে বাতিল হয়ে যায় ২০১০ সালের পর ইস্যু হওয়া প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়, নতুন করে ওবিসি তালিকা গঠনের আগে জনজাতিদের নিয়ে নিরপেক্ষ যাচাই করুক রাজ্য সরকারের ওবিসি কমিশন (Supreme Court)। সেই যাচাইয়ের পরই রাজ্য সরকার নতুন তালিকা প্রকাশ করে, যা ফের হাইকোর্টে চ্যালেঞ্জ হয়।
হাইকোর্টের অভিযোগ, পুরনো তালিকায় থাকা অনেক জনজাতিকে নতুন তালিকাতেও রাখা হয়েছে, শুধু নাম বা শ্রেণিবিভাগ বদলে। অর্থাৎ, হাইকোর্টের চোখে এ হল পুরনো সিদ্ধান্তকে নতুন মোড়কে ফের চালু করার চেষ্টা।
এখন সবকিছু নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর। আগামী সোমবারের শুনানিতেই স্পষ্ট হবে, রাজ্য সরকারের আবেদন গ্রহণযোগ্য কি না এবং হাইকোর্টের স্থগিতাদেশ আদৌ বহাল থাকবে কি না।