২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানাল পশ্চিমবঙ্গ সরকার এবং স্কুল সার্ভিস কমিশন (SSC Scam)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন (SSC Scam), “আমরা রিভিউ পিটিশনে যাব”— এবার সেই কথার প্রতিফলন ঘটল আইনি পদক্ষেপে (SSC Scam)।
এর আগে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয় ২০২৩ সালের SSC প্যানেলের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত প্রায় ২৬ হাজার কর্মীর চাকরি। রায়ে জানানো হয়, গোটা প্যানেলটি অবৈধ এবং নতুনভাবে পুরো নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।
এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। আদালত যদিও চাকরি হারানো প্রার্থীদের মানবিক দিক বিবেচনা করে নির্দেশ দেয়— নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষিকারা নয় মাসের জন্য কাজ চালিয়ে যেতে পারবেন। তবে গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীদের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ বেশি থাকায়, তাদের জন্য এই ছাড় মেলেনি। তারা শুধুমাত্র নতুন পরীক্ষায় বসে যোগ্যতা প্রমাণ করে চাকরিতে ফিরতে পারবেন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইসব অশিক্ষক কর্মীদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে সেই ভাতার অঙ্ক বাড়ানোর আবেদন জানায় ক্ষতিগ্রস্ত কর্মীরা।
এবার, গোটা রায় পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে রাজ্য সরকার এবং এসএসসি একযোগে রিভিউ পিটিশন জমা দিল সুপ্রিম কোর্টে। মানবিক, প্রশাসনিক ও শিক্ষাগত নানা যুক্তি তুলে ধরে তারা চায়, হাইকোর্টের রায় নতুন করে পর্যালোচনা করুক শীর্ষ আদালত।