Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বহিষ্কার, বিতর্ক আর বিজেপির হাতছানি—SP-র বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ কোন দিকে?
দেশ

বহিষ্কার, বিতর্ক আর বিজেপির হাতছানি—SP-র বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ কোন দিকে?

akhiles yadav
Email :4

রাজ্যসভা নির্বাচনে বিজেপিকে অতিরিক্ত আসন জেতাতে সহায়তা করার অভিযোগে বহিষ্কৃত সমাজবাদী পার্টির (SP MLA) তিন বিধায়ককে এবার “স্বতন্ত্র” বা অনাসক্ত বিধায়ক বলে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের পর থেকেই রাজনীতির আঙিনায় জল্পনা তুঙ্গে—তাঁরা কি এবার যোগ দিতে চলেছেন বিজেপিতে?

এই তিন বহিষ্কৃত বিধায়ক (SP MLA) হলেন— গোসাঁইগঞ্জের বিধায়ক অভয় সিং, গৌরিগঞ্জের রাকেশ প্রতাপ সিং, ও উঁচাহারের মনোজ কুমার পাণ্ডে। SP নেতৃত্ব ২৩ জুন তাঁদের দল থেকে বহিষ্কার করে, দলবিরোধী কার্যকলাপ ও “বিভাজনমূলক, সাম্প্রদায়িক” আদর্শকে সমর্থন করার অভিযোগে (SP MLA) ।

দলীয় বিবৃতিতে জানানো হয়, এই বিধায়করা (SP MLA) শুধুমাত্র দলের মূল আদর্শ থেকে সরে গিয়েছেন তাই নয়, তাঁরা এমন রাজনৈতিক শক্তিকে সহযোগিতা করেছেন যারা “নারী, কৃষক, যুবক, ব্যবসায়ী, তফশিলি জাতি, অনগ্রসর ও প্রান্তিক শ্রেণির স্বার্থের বিরুদ্ধে” কাজ করে।

দল জানায়, বহিষ্কারের আগে তাঁদের সংশোধনের সুযোগও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কাজ হয়নি। ফলে দলকে কলুষিত করার অধিকার তাঁদের আর নেই।

রাজ্যসভা নির্বাচনের সময় অন্তত সাতজন SP বিধায়কের বিরুদ্ধে বিজেপিকে সাহায্য করার অভিযোগ ওঠে। বিজেপি যেখানে সর্বোচ্চ আটটি আসন পায়, SP-র হাতে থাকা সংখ্যা সত্ত্বেও তারা জিততে পারে মাত্র দুটি আসন। দলের তৃতীয় আসনটি হাতছাড়া হয় বিধায়কদের ‘ক্রস ভোট’-এর জেরে। সেই ঘটনাই গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায়।

এখন রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে—এই তিনজন ‘স্বতন্ত্র’ বিধায়ক কি সত্যিই বিজেপিতে যোগ দেবেন? নাকি সামনে আরও বড় কোনও রদবদল অপেক্ষা করছে উত্তর প্রদেশের রাজনীতিতে?

 

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts