Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • একটা আইফোনের জন্য খুন! সোশ্যাল মিডিয়ার ‘লাইক’ পেতে তরুণের গলা কাটল দুই কিশোর
দেশ

একটা আইফোনের জন্য খুন! সোশ্যাল মিডিয়ার ‘লাইক’ পেতে তরুণের গলা কাটল দুই কিশোর

mobile addiction
Email :9

সোশ্যাল মিডিয়ায় (Social Media) ‘রিলস’-এ লাইক বাড়ানোর নেশায় একজন কিশোর কী করতে পারে, তার ভয়াবহ দৃষ্টান্ত সামনে এল উত্তরপ্রদেশে। গা শিউরে ওঠা এক ঘটনায়, মাত্র একটি আইফোনের জন্য ১৪ ও ১৬ বছর বয়সী দুই কিশোর মিলে নৃশংসভাবে খুন করল ১৯ বছরের এক যুবককে। পুলিশের দাবি, তারা চেয়েছিল ভালো কোয়ালিটির ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) জনপ্রিয় হতে।

ঘটনাটি ঘটে ২০ জুন, বাহরাইচ জেলার নাগওর গ্রামে। নিহত যুবকের নাম শাদাব, তিনি বেঙ্গালুরুতে থাকতেন এবং গ্রামের বাড়িতে এসেছিলেন মামার বিয়েতে অংশ নিতে ন। পরদিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। রাতেই গ্রামের বাইরে এক পাকা নলকূপের কাছে একটি পচা পেয়ারা বাগানে রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। গলা কাটা ছিল, মাথায় ইট দিয়ে আঘাতের চিহ্ন স্পষ্ট (Social Media)।

জেলার সিনিয়র পুলিশ অফিসার রমনন্দ প্রসাদ কুশওয়াহা পিটিআইকে জানান, তদন্তে নেমে ১৪ ও ১৬ বছরের দুই কিশোরকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা খুনের কথা স্বীকার করে। তারা জানায়, চার দিন আগেই পরিকল্পনা করেছিল এই হত্যাকাণ্ড। তাদের মূল লক্ষ্য ছিল শাদাবের আইফোন, যা দিয়ে তারা ‘হাই-কোয়ালিটি রিলস’ (Social Media) বানাতে চেয়েছিল।

ঘটনার দিন শাদাবকে ভিডিও শুটের নাম করে গ্রামের বাইরে নির্জন জায়গায় ডেকে আনে তারা। এরপর সেখানে ধারালো ছুরি দিয়ে গলা কেটে দেয় এবং মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছুরি, ইট এবং খোয়া যাওয়া আইফোন (Social Media) উদ্ধার করে।

এখানেই শেষ নয়। খুনের পর অভিযুক্তরা এবং তাদের পরিবারের সদস্যরা গা-ঢাকা দেয়। পরে বৃহস্পতিবার ধরা পড়ে দুই কিশোর, শুক্রবার এক আত্মীয়কেও গ্রেফতার করা হয়, যিনি খুনের ছুরি লুকোতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, আরও এক অভিযুক্ত আত্মীয় পলাতক, তাঁর খোঁজ চলছে (Social Media)।

এই ঘটনায় ধারা ১০৩(১) (খুন) ও ২৩৮ (প্রমাণ লোপাট)-এর অধীনে মামলা রুজু করা হয়েছে। ধৃত কিশোরদের গোঁদার বিভাগীয় কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts