Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ১৪ দিনের মিশন গড়াল! শুভাংশু শুক্লা কি সুনীতা উইলিয়ামসের মতোই দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে?
দেশ

১৪ দিনের মিশন গড়াল! শুভাংশু শুক্লা কি সুনীতা উইলিয়ামসের মতোই দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে?

shubhanshu shukla
Email :2

পৃথিবীতে ফেরার কথা ছিল আজই (Shubhanshu Shukla), কিন্তু বদলে আরও দিন কাটাতে হচ্ছে মহাকাশে! সুনীতা উইলিয়ামসের পর এবার একই পরিণতি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার।

মহাকাশ গবেষণায় বড়সড় আপডেট এসেছে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে (Shubhanshu Shukla) ঘিরে। আজ, ১০ জুলাই, তাঁর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। কবে তিনি ফিরবেন, সে বিষয়েও কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি এখনো।

গত ২৫ জুন ‘অ্যাক্সিওম-৪’ মিশনের অংশ হিসেবে শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) তিন সঙ্গী মহাকাশচারীকে সঙ্গে নিয়ে রওনা দেন মহাকাশের উদ্দেশে। মাত্র ২৮ ঘণ্টার যাত্রায় তাঁরা পৌঁছে যান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। পরিকল্পনা ছিল ১৪ দিনের মিশনের, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আজই। তবে হঠাৎ করেই সেই সূচিতে পরিবর্তন এসেছে।

যদিও নাসার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) সূত্রে খবর, তাঁদের মহাকাশচারী স্লায়োজ় উজ়ানস্কি ১৪ জুলাইয়ের পরে পৃথিবীতে ফিরবেন। ফলে বোঝাই যাচ্ছে, শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গীদেরও পৃথিবীতে ফেরার সময় পিছিয়ে গিয়েছে।

এই মিশনের অধীনে শুভাংশু শুক্লা ৬০টি বৈজ্ঞানিক গবেষণার মধ্যে ৭টি প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন, যার মধ্যে রয়েছে মাইক্রো-গ্র্যাভিটি সংক্রান্ত একাধিক পরীক্ষা। ইসরো ও নাসার যৌথ তত্ত্বাবধানে পরিচালিত গবেষণায় তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক স্পেস স্টেশনের স্টোরেজ ফ্রিজারে সফলভাবে মুগ ও মেথি উৎপাদন করেছেন, যা একটি যুগান্তকারী সাফল্য বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts