ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছনোর ঐতিহাসিক মুহূর্তে খুশির জোয়ারে ভেসেছেন তাঁর পরিবার। স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল সফলভাবে ISS-এর সঙ্গে যুক্ত হওয়ার পর বৃহস্পতিবার এই আনন্দের কথা জানিয়েছেন শুভাংশুর (Shubhanshu Shukla) মা-বাবা।
সিএনএন-নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর (Shubhanshu Shukla) বাবা শম্ভু দয়াল শুক্লা বলেন, “এই মুহূর্তটা আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের ও খুশির। আমি সমস্ত দেশবাসীর শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ।” শুভাংশুর (Shubhanshu Shukla) মা আশা শুক্লাও বলেন, “আমি খুব খুশি ও উত্তেজিত। docking যেন ভালোভাবে সম্পন্ন হয়, সেই প্রার্থনা করছি।”
এই মিশনে শুভাংশুর সঙ্গে রয়েছেন NASA-র প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন, যিনি এবার পঞ্চমবার মহাকাশে গেছেন। এছাড়াও রয়েছেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির তিবর কাপু। চারজনের এই Ax-4 ক্রু মহাকাশে মোট ১৪ দিন থাকবেন। সেখানে তাঁরা মাইক্রোগ্র্যাভিটি গবেষণা ও বিজ্ঞান শিক্ষা সম্পর্কিত কাজ করবেন।
ভারত, পোল্যান্ড এবং হাঙ্গেরির জন্য এটি এক ঐতিহাসিক মিশন, কারণ প্রায় চার দশক পর এই তিনটি দেশ আবার মানব মহাকাশ অভিযানে অংশ নিচ্ছে, এবং এই প্রথম তারা কাউকে ISS-এ পাঠাল।

হাঙ্গেরির তিবর কাপু হচ্ছেন তাদের জাতীয় HUNOR মহাকাশ কর্মসূচির অংশ, আর পোল্যান্ডের উজনানস্কি-ভিসনিয়েভস্কি ইউরোপীয় মহাকাশ সংস্থার সঙ্গে যুক্ত। দুজনেই মিশনে “মিশন স্পেশালিস্ট” হিসেবে কাজ করছেন।
৩৯ বছর বয়সী শুভাংশু শুক্লা একজন ভারতীয় বায়ুসেনার পাইলট। ভারতের নিজস্ব মানব মহাকাশ মিশন ‘গগনযান’-এর (যার সম্ভাব্য সময় ২০২৭) আগে তিনি এক গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন।
এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন ৬৫ বছর বয়সী পেগি হুইটসন, যিনি ২০১৮ সালে NASA থেকে অবসর নেন। তাঁর মহাকাশে কাটানো সময় ৬৭৫ দিন—একটি মার্কিন রেকর্ড। তিনি ছিলেন ISS-এর প্রথম মহিলা কমান্ডার এবং NASA-র প্রথম মহিলা প্রধান মহাকাশচারীও। এখন Axiom Space-এ হিউম্যান স্পেসফ্লাইট ডিরেক্টর হিসেবে দায়িত্বে রয়েছেন এবং এই বেসরকারি মিশনের কমান্ডার হিসেবেই আবার মহাকাশে ফিরেছেন।
এই ঐতিহাসিক অভিযানে ভারতীয় পাইলট শুভাংশুর ভূমিকা শুধু দেশের গর্ব নয়, ভবিষ্যতের ভারতীয় মহাকাশ অভিযানের জন্য এক গুরুত্বপূর্ণ সোপানও বটে।