Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ১৮ দিন মহাকাশে! শুভাংশুর অবতরণে কাঁদলেন মা-বাবা, তবে বাড়ি ফিরতে লাগবে আরও ৩০ দিন! কেন?
দেশ

১৮ দিন মহাকাশে! শুভাংশুর অবতরণে কাঁদলেন মা-বাবা, তবে বাড়ি ফিরতে লাগবে আরও ৩০ দিন! কেন?

shubhanshu shukla a
Email :100

মহাকাশ জয় করে ফিরে এলেন ভারতের গর্ব, লখনউয়ের ছেলে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিনের অভূতপূর্ব অভিযানের পর মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে ‘স্পেসএক্স ড্রাগন’ ক্যাপসুলে করে সফলভাবে পৃথিবীতে অবতরণ করেন তিনি। এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে গোটা দেশ আবেগে আপ্লুত, গর্বিত (Shubhanshu Shukla)।

তবে এত কাছাকাছি এসেও এখনই মা-বাবার কাছে ফিরতে পারছেন না শুভাংশু। যদিও জায়ান্ট স্ক্রিনে ছেলের মুখ দেখে চোখে জল এসেছে শুভাংশুর বাবা-মায়ের, তবুও তাঁদের ছেলের সঙ্গে সামনাসামনি দেখা করতে অপেক্ষা করতে হবে আরও প্রায় এক মাস।

ইসরো সূত্রে জানা গিয়েছে, পৃথিবীতে ফিরলেও এখনই ‘নর্মাল লাইফ’-এ ফেরা সম্ভব নয়। মহাকাশ থেকে ফিরে শরীরকে পুনরায় পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য শুভাংশু (Shubhanshu Shukla) এবং তাঁর সহ-মহাকাশচারীদের ৭ থেকে ১০ দিন কাটাতে হবে বিশেষ রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ার মধ্যে। এ সময় তাঁদের উপর চলবে একাধিক শারীরিক ও মানসিক পরীক্ষা। শরীরের ওপর মহাকাশের প্রভাব, মাধ্যাকর্ষণহীন অবস্থায় থাকার পরবর্তী প্রতিক্রিয়া, স্নায়ু এবং মননের পরিবর্তন—সব কিছুই খুঁটিয়ে দেখছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা (Shubhanshu Shukla)।

ইসরোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুভাংশুর (Shubhanshu Shukla) কার্ডিওভাসকুলার ফাংশন, মাসকিউলোস্কেলেটাল স্ট্রাকচার এবং নিউরোসাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে করা হচ্ছে। এই পরীক্ষাগুলির মাধ্যমেই বোঝা যাবে মহাকাশে কাটানো সময় তাঁর শরীর ও মনের ওপর কী ধরনের প্রভাব ফেলেছে (Shubhanshu Shukla)।

ভারতে তাঁর প্রত্যাবর্তন নিয়ে কথা বলেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন, সব রকম শারীরিক মূল্যায়ন ও ডি-ব্রিফিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ১৭ আগস্টের আশেপাশে দিল্লিতে পা রাখতে পারেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। অর্থাৎ এখনও বেশ কিছুদিন তাঁকে যুক্তরাষ্ট্রেই থাকতে হবে।

দেশের ইতিহাসে এই সাফল্য শুধু একজন মহাকাশচারীর নয়, বরং এক নতুন ভারতের মহাকাশ অভিযানের দিগন্ত উন্মোচনের মুহূর্তও বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts