ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর (S.Jaishankar) আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলোচনার পর এক্স হ্যান্ডেলে এক পোস্টে জয়শঙ্কর (S.Jaishankar) লেখেন, “আজ সন্ধ্যায় আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির সঙ্গে গঠনমূলক আলোচনা হল। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করার জন্য তাঁকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”
তিনি (S.Jaishankar) আরও লেখেন, “ভারত ও আফগানিস্তানের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে যে ভিত্তিহীন ও মিথ্যা প্রতিবেদন সম্প্রতি ছড়ানো হয়েছে, সেগুলিকে মন্ত্রী মুত্তাকি যেভাবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন, তা আমরা স্বাগত জানাই।”
জয়শঙ্কর জানান, আফগান জনগণের সঙ্গে ভারতের ঐতিহ্যগত বন্ধুত্বের সম্পর্কে জোর দিয়ে তিনি আফগানিস্তানের উন্নয়নমূলক প্রয়োজনে ভারতের অব্যাহত সহায়তার বার্তা দিয়েছেন। পাশাপাশি, দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েও দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।