Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বঙ্কিমকে সামনে এনে চমক! সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নতুন থিম গান
দেশ

বঙ্কিমকে সামনে এনে চমক! সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নতুন থিম গান

pm modi on republic day
Email :3

‘মিলে সুর মেরা তুমহারা’র আদলে এ বার সাধারণতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজে শোনা গেল ‘বন্দে মাতরম’। দিল্লির কর্তব্য পথে, সাবেক রাজপথে, কুচকাওয়াজের সময় নতুন আঙ্গিকে পরিবেশিত হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গান। বিতর্ক ও রাজনৈতিক তরজার আবহেই এ বছর সাধারণতন্ত্র দিবসের থিম গান হিসেবে ‘বন্দে মাতরম’-কে বেছে নিল নরেন্দ্র মোদির সরকার। রাজনৈতিক মহলের একাংশের মতে, চলতি বছরে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

১৯৮৮ সালে তৈরি হয়েছিল ‘মিলে সুর মেরা তুমহারা’। দেশের ঐক্যের প্রতীক হিসেবে তৈরি সেই গানের সঙ্গীত পরিচালনা করেছিলেন ভীমসেন জোশী। কথা লিখেছিলেন পীযূষ পাণ্ডে। লতা মঙ্গেশকর, কবিতা কৃষ্ণমূর্তি, এম বালামুরলীকৃষ্ণের মতো শিল্পীরা গেয়েছিলেন সেই গান। ভিডিওতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্র, হেমা মালিনী, শর্মিলা ঠাকুরদের। ১৯৮৮ সালের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের পর প্রথম সম্প্রচার হয়েছিল সেই গান। দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য তুলে ধরাই ছিল তার মূল উদ্দেশ্য। এ বছর ‘বন্দে মাতরম’-কে থিম গান হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রেও একই বার্তা দিতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, কিছু দিন আগেই জাতীয় রাজনীতিতে ‘বন্দে মাতরম’ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। গত মাসে শেষ হওয়া সংসদের শীতকালীন অধিবেশনে গানটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করায় তৃণমূলের আক্রমণের মুখে পড়েন তিনি। পরে নিজেকে শুধরে ‘বঙ্কিমবাবু’ বললেও বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়ে রাজ্য বিজেপি। তৃণমূলের অভিযোগ ছিল, বঙ্কিমচন্দ্রকে সামনে রেখে বাংলায় রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি, কিন্তু সেই কৌশলই তাদের বিপাকে ফেলেছে।

এই আবহেই সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ‘বন্দে মাতরম’-কে অন্যতম মূল থিম হিসেবে তুলে ধরা হল। গানটির প্রথম স্তবকের ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে শিল্পী তেজেন্দ্রকুমার মিত্র যে ছবিগুলি এঁকেছিলেন, সেগুলির প্রতিলিপি রাখা হয়েছিল কর্তব্য পথে দর্শকাসনের পিছনে। পাশাপাশি মূল মঞ্চেও শিল্পকর্মের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts