দুপুর ২টো অবধি মুলতুবি থাকার পর অবশেষে সোমবার লোকসভায় শুরু হল ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রতীক্ষিত আলোচনা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ (Rajnath Singh) সিংয়ের হাত ধরেই শুরু হয় এই বিতর্ক। শুরুতেই বিরোধীদের দিকে কড়া আক্রমণ শানান রাজনাথ। তিনি (Rajnath Singh) বলেন, “এই গুরুত্বপূর্ণ আলোচনা আরও আগে শুরু হতে পারত, কিন্তু বিরোধীদের লাগাতার প্রতিবাদের জেরে সংসদ বারবার মুলতুবি করতে হয়েছে।”
অপারেশন সিঁদুর নিয়ে তাঁর বক্তব্যে রাজনাথ (Rajnath Singh) তুলে ধরেন ভারতীয় সেনার অসাধারণ সাহসিকতা ও সাফল্যের কথা। তিনি (Rajnath Singh) বলেন, “এই সংসদ আজ সেই বীর জওয়ানদের সম্মান জানাতে তৈরি, যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যাঁরা দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। অপারেশন সিঁদুর শুধু প্রতিরক্ষা নয়, ভারতের আত্মবিশ্বাস ও কৌশলের জ্বলন্ত উদাহরণ।”
রাজনাথ (Rajnath Singh) স্পষ্ট করেন, অভিযানের আগে প্রতিটি পদক্ষেপ খুঁটিয়ে পরিকল্পনা করে এগিয়েছিল সেনা। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি যেন না হয়, সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছিল। এবং মাত্র ২২ মিনিটে পাকিস্তানের অভ্যন্তরে থাকা ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে সেনা ভারতকে সুরক্ষা ও কৌশলের এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “এই অভিযানের পর পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিল। কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা — ‘সুদর্শন চক্র’ তথা এস-৪০০ সিস্টেম — সেই আক্রমণ নিপুণভাবে রুখে দেয়।”
বক্তব্যের এক পর্যায়ে ২০০৮ সালের মুম্বই হামলার প্রসঙ্গ তুলে বিরোধীদেরও আক্রমণ করেন রাজনাথ। বলেন, “মুম্বই হামলার সময় যে স্বচ্ছতা ও গুরুত্ব দিয়ে তদন্ত হওয়া উচিত ছিল, তা হয়নি। আজ সেই তুলনায় আমাদের সরকার দেশের নিরাপত্তা নিয়ে অনেক বেশি সজাগ ও কার্যকর।”
ডোনাল্ড ট্রাম্পের নাম সরাসরি না নিলেও, তাঁর পূর্বতন মন্তব্যের প্রসঙ্গও বক্তৃতায় তোলেন প্রতিরক্ষা মন্ত্রী। ট্রাম্প বলেছিলেন, ভারতকে চাপ দিয়ে যুদ্ধ থামানো হয়েছিল। সেই দাবি উড়িয়ে দিয়ে রাজনাথ বলেন, “যে যাই বলুক না কেন, অপারেশন সিঁদুর কোনও বিদেশি চাপে বন্ধ হয়নি। এটি বন্ধ হয়েছে কারণ ভারত তার সামরিক ও কৌশলগত উদ্দেশ্য পূর্ণ করে নিয়েছে।”
এই বক্তব্যের পরই সংসদজুড়ে উত্তাপ ছড়ায়। একদিকে বিরোধীদের ক্ষোভ, অন্যদিকে সেনার বীরত্বকে ঘিরে ক্ষমতাসীন শিবিরে উচ্ছ্বাস — সব মিলিয়ে সোমবার সংসদে ছিল দেশাত্মবোধ ও রাজনৈতিক বিতর্কে মোড়ানো এক রুদ্ধশ্বাস পরিবেশ।