গুজরাটের ভুজে সেনাঘাঁটিতে সেনাদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এক চাঞ্চল্যকর অভিযোগ আনেন পাকিস্তান সরকারের বিরুদ্ধে। তিনি (Rajnath Singh) বলেন, পাকিস্তান সরকার তার নাগরিকদের কাছ থেকে আদায় করা করের টাকায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী মাসুদ আজহারের ক্ষতিপূরণ দিচ্ছে!
১৪ কোটি টাকা ক্ষতিপূরণ?
রাজনাথ সিং (Rajnath Singh)জানান, ভারতের “অপারেশন সিন্দুর”-এর সময় পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মোহাম্মদের (Jaish-e-Mohammed) যে ঘাঁটি ধ্বংস করা হয়েছিল, তা আবার গড়ে তোলার জন্য পাকিস্তান সরকার মাসুদ আজহারকে ১৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করেছে। উল্লেখ্য, মাসুদ আজহার ২০১৯ সালের পুলওয়ামা ও ২০১৬ সালের উরি হামলার মূলচক্রী, এবং রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী।
আইএমএফের টাকায় সন্ত্রাস?
প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, এই ঘাঁটি গড়ার জন্য পাকিস্তান যে অর্থ ব্যবহার করছে, তার উৎস হলো আন্তর্জাতিক অর্থ ভান্ডার (IMF)-এর দেওয়া ২.১ বিলিয়ন ডলারের ঋণ। তিনি বলেন, “এই ঋণের অর্থ যদি সন্ত্রাসে ব্যবহার হয়, তবে সেটা সারা বিশ্বের নিরাপত্তার জন্যই হুমকি। IMF-কে বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।”
ভারতের অবস্থান স্পষ্ট
ভারত ইতিমধ্যেই IMF-র ঋণ প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। কারণ ভারত আশঙ্কা করছে, এই ঋণ সরাসরি পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা সন্ত্রাসের অর্থায়নে ব্যবহৃত হতে পারে।
সন্ত্রাসবাদের ছায়া থেকে পাকিস্তান মুক্ত নয়
২০১৮ সালে পাকিস্তানকে FATF-এর ধূসর তালিকাভুক্ত করা হয়েছিল সন্ত্রাসে অর্থ জোগানোর অভিযোগে। ৪ বছর পর সেই তালিকা থেকে বাদ দেওয়া হলেও ভারত তার বিরোধিতা করেছিল। বর্তমানে পাকিস্তান ফের সেই পুরনো পথে হাঁটছে বলে অভিযোগ উঠছে।