মাত্র ১৬ সেকেন্ডের রিল ভিডিও। কিন্তু এই কয়েক সেকেন্ডের বিনিময়ে নিজের মেয়ের জীবনের ঝুঁকি নিতে একটুও পিছপা হলেন না রাজস্থানের এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ার লাইকের লোভে তিনি যা করলেন, তা দেখে হতবাক গোটা দেশ (Rajasthan)। কন্যাসন্তানকে কোনও নিরাপত্তা ছাড়াই বসিয়ে দিলেন এক জলাধারের লোহার সরু বিমের উপর! নিচে শুধুই গভীর জল। কোনওরকমে দুর্ঘটনা ঘটলে মেয়েটিকে আর বাঁচানো যেত না—সেটা বুঝেও যেন আনন্দে মশগুল বাবা-মা (Rajasthan)!
ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) ভরতপুর জেলার বন্ধ বারাইঠা জলাধারে। জানা গিয়েছে, গত ৪ জুলাই উমা শঙ্কর নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও ছোট্ট শিশুকন্যাকে নিয়ে বেড়াতে যান ওই জলাধারে। সেখানেই এই চাঞ্চল্যকর ভিডিওটি তোলেন তিনি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে—নিচে স্রোতস্বিনী জল, তার উপর দিয়ে চলে গিয়েছে একটি সরু লোহার বিম। সেখানেই উমা শঙ্কর তাঁর ছোট্ট মেয়েকে বসানোর চেষ্টা করছেন। শিশুটি ভয় পেয়ে বাবার হাত আঁকড়ে ধরে, কিন্তু তিনি তাতেও দমে যাননি। ধীরে ধীরে মেয়েকে লোহার বিমে বসান। তারপর হাত ছেড়ে দেন (Rajasthan)।
আরও চমকে দেওয়ার মতো বিষয় হল—এই মুহূর্তে পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শিশুকন্যার মা। তিনিও কোনও প্রতিবাদ জানাননি। মেয়েকে বিমের উপর বসিয়ে বাবা বলেন, ক্যামেরার দিকে তাকাতে। এই গোটা বিপজ্জনক দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন উমা শঙ্কর। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তৈরি হয় প্রবল ক্ষোভ। অনেকেই প্রশ্ন তোলেন, রিলের জন্য কি এতটাই পাগল হয়ে উঠেছে মানুষ, যে সন্তানের জীবনও তাদের কাছে তুচ্ছ? এতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারে একজন বাবা-মা?
সমালোচনার মুখে পড়ে শেষে ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন উমা শঙ্কর। যদিও এতেও থামেনি বিতর্ক। বন্ধ বারাইঠা জলাধার এলাকায় বর্ষাকালে এমনিতেই জল উপচে পড়ে। সেখানে পর্যটকরা ভিড় জমান। তার মাঝেই এমন বিপজ্জনক ভিডিও তোলার ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে। যদিও এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তবে প্রশাসনিক সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখা হতে পারে।