রাজস্থানে (Rajasthan) মুম্বই-দিল্লি গরিব রথ এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার ভোররাতে সেন্দ্রা স্টেশনের কাছে আচমকাই ইঞ্জিনে আগুন ধরে যায় এই এক্সপ্রেস ট্রেনে। যখন ট্রেনটিতে প্রায় ৫০০-র বেশি যাত্রী ঘুমিয়ে ছিলেন, ঠিক তখনই ধোঁয়া ও আগুনের শিখা ছড়াতে শুরু করে ইঞ্জিন থেকে। মুহূর্তে আতঙ্ক (Rajasthan) ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
মুম্বইয়ের বান্দ্রা থেকে দিল্লির সরাই রোহিল্লা জংশনগামী এই গরিব রথ ট্রেনটি রাত ১১টা ৩০ মিনিট নাগাদ আবু রোড স্টেশন থেকে রওনা দেয়। নির্ধারিত সময় অনুযায়ী আজমেঢ় (Rajasthan) পৌঁছনোর কথা ছিল রাত ৩টে ৪৫ মিনিটে। রাত্রি ৩টা নাগাদ ট্রেনটি যখন সেন্দ্রা স্টেশন অতিক্রম করছিল, তখনই কয়েকজন যাত্রী লক্ষ্য করেন ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে।
দ্রুত খবর পৌঁছায় লোকো পাইলটের কাছে। আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামার চেষ্টা শুরু করেন (Rajasthan)। সৌভাগ্যবশত, সেই সময় ট্রেনটির গতি অনেকটাই কম ছিল। ফলে তৎপরতার সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয় এবং নিরাপদে সব যাত্রীকে নামিয়ে আনা সম্ভব হয়।
রেল সূত্রে জানানো হয়েছে, আগুন অন্য কোচে ছড়িয়ে পড়ার আগেই দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্টসার্কিট বা প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
ঘটনার পর আজমেঢ়-বিওয়ার (Rajastha) লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় প্রায় ছয় ঘণ্টার জন্য। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে দ্রুত বিকল্প ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ।
এই ভয়াবহ ঘটনার কথা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও ও ছবি। অনেকেই বলছেন, যদি ইঞ্জিনের ধোঁয়া প্রথমেই নজরে না আসত, তাহলে এক ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারত।