রাজস্থানে (Rajasthan) ৪,৫০০ বছর পুরনো এক বিস্ময়কর সভ্যতার সন্ধান পেল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI)। মহাভারত যুগ ও মৌর্য-শুঙ্গ সাম্রাজ্যের সময়কার ধ্বংসাবশেষ উঠে এসেছে মাটির তলা থেকে (Rajasthan)। রাজস্থানের দীগ জেলার বাহাজ গ্রামে চালানো ছয় মাসব্যাপী খননে মিলেছে প্রাচীন মূর্তি, বাসনপত্র ও ধাতব অস্ত্র—যা ভারতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে (Rajasthan)।
প্রত্নতাত্ত্বিকদের দাবি (Rajasthan), এই সভ্যতার অস্তিত্ব প্রায় খ্রিস্টপূর্ব ২৫০০ সালের। অর্থাৎ মহাভারতের সময়কাল থেকে শুরু করে পরবর্তী রাজবংশীয় শাসনের বহু তথ্যের সাক্ষী হয়ে রয়েছে এই স্থানটি। বাহাজ গ্রাম, যা ব্রজভূমির অন্তর্ভুক্ত এবং মথুরার সঙ্গেও যুক্ত, সেখানে প্রথম ধ্বংসাবশেষের ইঙ্গিত পাওয়া গেলে জানুয়ারি মাসে সরকার থেকে অনুমতি নিয়ে আনুষ্ঠানিক খনন শুরু করে ASI (Rajasthan)।
খননের সময় একটি মানব কঙ্কাল আবিষ্কৃত হয়, যার বয়স নির্ধারণের জন্য পাঠানো হয়েছে ইজরায়েলের গবেষণা কেন্দ্রে। এছাড়া পাওয়া গেছে প্রাচীন মূর্তি, ধাতব অস্ত্র ও মাটির পাত্র। এই সংগ্রহের একটি অংশ সংরক্ষণে রাখা হয়েছে জয়পুরের প্রত্নতত্ত্ব বিভাগে এবং দীগের জল মহলের জাদুঘরে প্রদর্শনীর জন্য স্থান পেয়েছে।
জয়পুর প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক ড. বিনয় গুপ্ত জানান, “সরকারি অনুমতির পর ১০ জানুয়ারি থেকে খননকাজ শুরু হয়। প্রায় ছয় মাসের নিরবিচ্ছিন্ন পরিশ্রমে আশাতীত সাফল্য এসেছে। এখনও প্রচুর সম্ভাবনা রয়েছে—আগামী দিনে আরও বিস্ময়কর ইতিহাসের টুকরো উঠে আসতে পারে।”
উল্লেখ্য, এর আগেও ১৯৬১ থেকে ১৯৬৩ সালের মধ্যে ভারতপুরের নওহ গ্রামে ASI খনন চালিয়েছিল, যেখানে প্রাচীন সভ্যতার প্রমাণ মিলেছিল। তবে এবারের আবিষ্কার তার চেয়েও অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ইতিহাসবিদরা।