Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডে প্রাকৃতিক তাণ্ডব! রাস্তা গায়েব, বিদ্যুৎ-জল পরিষেবা ছিন্ন
দেশ

উত্তরাখণ্ডে প্রাকৃতিক তাণ্ডব! রাস্তা গায়েব, বিদ্যুৎ-জল পরিষেবা ছিন্ন

eavy rain
Email :2

উত্তরাখণ্ডে টানা ভারী বৃষ্টিপাতের (Rain Update) জেরে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে যমুনোত্রি হাইওয়ে। সিলাই বান্দ ও ওঝরি-র মাঝামাঝি দুই স্থানে জাতীয় সড়কের বড় অংশ ধসে পড়ায় পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানায় উত্তরকাশী পুলিশ। হাইওয়ের ধ্বংসপ্রাপ্ত (Rain Update) অংশ পুনঃস্থাপন করতে সময় লাগতে পারে বলেও জানিয়েছে তারা।

এছাড়াও ব্রহ্মখাল ও মহারগাঁও-এর মাঝে রাস্তায় ব্যাপক ধ্বংসাবশেষ (Rain Update) জমে যাওয়ায় আরও একাধিক জায়গায় পথ চলাচল বন্ধ হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে।

তেহরি গড়ওয়ালের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (DDMA) জানিয়েছে, সেখানে গত ২৪ ঘণ্টায় গড়ে ৭৯.২ মিমি বৃষ্টিপাত (Rain Update) হয়েছে। এর ফলে আগ্রাখাল, চাম্বা, জাখিন্দর ও দুঘামান্দার-সহ একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। পাশাপাশি চাম্বা ব্লকের বিভিন্ন অঞ্চলে জল সরবরাহও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

রবিবার একটি ভয়াবহ ক্লাউডব্রাস্টের ঘটনার পর বারকোটের কাছে প্রবল ধস নামে। এই ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে ও সাতজন এখনও নিখোঁজ। ফলে নিরাপত্তার কারণে চতুর্ধাম যাত্রা ২৪ ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়েছিল, যা সোমবার থেকে আবার শুরু হয়।

অন্যদিকে, হিমাচল প্রদেশেও দুর্যোগ ঘনিয়ে এসেছে। টানা বৃষ্টির কারণে বিয়াস নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রবল জলোচ্ছ্বাসের জেরে রাজ্যের একাধিক জায়গায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই হিমাচল প্রদেশের জন্য রেড অ্যালার্ট জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts