দেশজুড়ে যুদ্ধের আশঙ্কা তীব্র (Puri Jagannath Temple)—পাকিস্তান সীমান্তে চূড়ান্ত সতর্কতা, গোটা দেশে অসামরিক মহড়া, আর সেই আবহেই বাড়তি সুরক্ষা পেল দেশের অন্যতম ধর্মীয় তীর্থক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দির(Puri Jagannath Temple)। মঙ্গলবার মন্দির (Puri Jagannath Temple) চত্বরে দেখা গেল ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডোদের, অর্থাৎ জাতীয় সুরক্ষা গার্ড (NSG)-এর নজরদারি। প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন সর্বোচ্চ নিরাপত্তা কেন (Puri Jagannath Temple)?
পুরীর পুলিশ সুপার বিনীত আগরওয়াল জানিয়েছেন, “মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছিলেন এনএসজি-র চার সদস্যের একটি প্রতিনিধিদল। এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ, প্রতি বছরই এরকম পর্যালোচনা করা হয়ে থাকে।” তবে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারের পরিদর্শন আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে।
জানা গিয়েছে, মন্দিরে প্রবেশ ও প্রস্থান পথ, জরুরি অবস্থায় ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ, পুলিশ ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সমন্বয়—সবকিছুই খতিয়ে দেখেছেন এনএসজি সদস্যরা। বিশেষ করে বার্ষিক রথযাত্রা বা অন্যান্য ধর্মীয় উৎসবের সময় বিপুল ভক্তসমাগমের কথা মাথায় রেখেই নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা।
এদিকে, জাতীয় স্তরে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষামন্ত্রী ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে। বুধবার দেশজুড়ে সিভিল ডিফেন্সের মহড়া, সীমান্ত রাজ্যগুলিতে সেনা ও আধাসামরিক বাহিনীর তৎপরতা আরও তীব্র। এই পরিস্থিতিতে জগন্নাথ মন্দিরে NSG-এর উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছে প্রতিরক্ষা বিশেষজ্ঞ মহল।