Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ISI-র ফাঁদে পা, কীভাবে এক কলেজ ছাত্র হয়ে উঠল পাক চর
দেশ

ISI-র ফাঁদে পা, কীভাবে এক কলেজ ছাত্র হয়ে উঠল পাক চর

Email :20

মাত্র ২৫ বছরের এক কলেজ পড়ুয়া যুবককে গ্রেপ্তার করল পুলিশ (ISI)। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ,পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-কে সেনা-সংক্রান্ত গোপন তথ্য পাচার করছিল। যুবকটি পটিয়ালার একটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান (Political Science) পড়ছিল এবং গত ১২ মে হরিয়ানার কাইথল জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় (ISI)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে নিজের ফেসবুক প্রোফাইলে বন্দুক ও পিস্তলের ছবি পোস্ট করছিল, যা দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের। জিজ্ঞাসাবাদের সময় ধৃত স্বীকার করেছে, গত বছরের নভেম্বর মাসে কারতারপুর করিডরের মাধ্যমে পাকিস্তানে গিয়েছিল। সেখানে গিয়েই ISI-র এজেন্টদের সঙ্গে যোগাযোগ তৈরি হয় এবং তারাই তথ্য দেওয়ার বিনিময়ে তাকে মোটা টাকা দেওয়ার প্রস্তাব দেয়।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবক পটিয়ালার সেনা ছাউনির (Military Cantonment) ছবি তুলে পাঠিয়েছিল ISI-কে। ইতিমধ্যে তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তার ব্যাঙ্ক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় নতুন করে দেশে ISI-র সক্রিয়তা ও ছাত্র সমাজে তার প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে।
এটি শুধু একক ঘটনা নয়। গত সপ্তাহেই পাঞ্জাবের পানিপত থেকে আরও একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছিল একই অভিযোগে। সে উত্তরপ্রদেশের বাসিন্দা ছিল, বয়স ২৪ বছর। একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, তিনি ISI-র হয়ে তথ্য পাঠাচ্ছিল এবং টাকা তার জামাইবাবু ও সংস্থার গাড়িচালকের মাধ্যমে পাচ্ছিল। এই দুই গ্রেপ্তারি ঘটেছে ১০ মে ভারত-পাকিস্তান সংঘর্ষ ও অস্ত্রবিরতির পরপরই, ফলে গোয়েন্দা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts