Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • লালকেল্লা বিস্ফোরণে পাক যোগের প্রমাণ, স্বীকার করে নিলেন POK-এর প্রাক্তন প্রধানমন্ত্রী
দেশ

লালকেল্লা বিস্ফোরণে পাক যোগের প্রমাণ, স্বীকার করে নিলেন POK-এর প্রাক্তন প্রধানমন্ত্রী

Email :4

দিল্লির লালকেল্লার সামনে বিধ্বংসী বিস্ফোরণের ঘটনার পর দিন যতই এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য (Delhi Blast)। তদন্তের শুরুতে উঠে এসেছিল ‘হোয়াইট কলার মডিউল’-এর অস্তিত্ব—যেখানে চিকিৎসক ও উচ্চশিক্ষিত পেশাজীবীরাই নাশকতার ছক কষছিল বলে সন্দেহ। কিন্তু বুধবার পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠল। কারণ, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সদ্য-প্রাক্তন ‘প্রধানমন্ত্রী’ চৌধুরী আনোয়ারুল হক প্রকাশ্যেই দাবি করলেন, লালকেল্লা বিস্ফোরণের দায় তাদেরই (Delhi Blast)।

বিশ্ব যখন এই হামলার তীব্র নিন্দা করছে, তখন পাক-অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রীর এমন খোলাখুলি স্বীকারোক্তি আরও বিস্ময় বাড়িয়েছে (Delhi Blast)। কট্টর ভারতবিরোধী হিসেবে পরিচিত আনোয়ারুল হক সাংবাদিকদের সামনে সোজাসুজি বলেন, “আমি আগেই বলেছিলাম—যদি তোমরা বালুচিস্তানে রক্ত ঝরাতে থাকো, আমরা ভারতের কাশ্মীরের জঙ্গল থেকে লালকেল্লা পর্যন্ত প্রত্যাঘাত করব। আল্লাহর আশীর্বাদে আমরা সেটা করে দেখিয়েছি। ওরা এখনও মৃতদেহ গুনে যাচ্ছে (Delhi Blast)।”

এমন দাবির পরও পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে কিছুই বলছে না। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ আবারও যুদ্ধোন্মাদী মন্তব্য করে পরিস্থিতিকে আরও জটিল করেছেন। সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ভারতকে এড়িয়ে যাচ্ছি না। আবার পুরোপুরি বিশ্বাসও করছি না। আমার বিশ্লেষণে মনে হচ্ছে—ভারতের সঙ্গে পুরোপুরি যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই পাকিস্তান সব সময় সতর্ক।”

পাকিস্তানের ভিতরে দীর্ঘদিন ধরেই আলাদা বালুচিস্তানের দাবি জোরাল হচ্ছে। সম্প্রতি বালুচ লিবারেশন আর্মি (BLA) পাক সামরিক বাহিনীর বিরুদ্ধে একের পর এক সশস্ত্র হামলা চালাচ্ছে। এই অশান্তির পিছনে ভারতকে দোষারোপ করছে ইসলামাবাদ। যদিও নয়া দিল্লি স্পষ্ট জানিয়েছে—এ সব পাকিস্তানের নিজের সন্ত্রাসবাদী নীতি ঢাকতে পুরনো ফাঁকি মাত্র। বালুচিস্তানে ভারতের কোনও ভূমিকা নেই বলেই দাবি ভারতের।

লালকেল্লার বিস্ফোরণকে ঘিরে যে চক্রান্ত পাক মাটিতে বসেই তৈরি হয়েছিল, তা এবার পাকিস্তানেরই এক প্রাক্তন নেতার মুখ থেকে বেরিয়ে আসায় আন্তর্জাতিক মহলে আরও চাপের মুখে পড়েছে ইসলামাবাদ। ভারতের নিরাপত্তা সংস্থা এখন বিস্ফোরণকাণ্ডের প্রতিটি সূত্র আরও খুঁটিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts